নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ
ফের সাইকেল সফরে বাঁকুড়া জেলাশাসক ডাঃ উমাশঙ্কর এস।
এবার বাঁকুড়া শহরের গণ্ডী ছড়িয়ে তিনি পৌঁছে গেলেন বাঁকুড়া-২ ব্লকের তিলাবেদ্যা-পুরন্দরপুর গ্রামে।সাতসকালে ঘুম থেকে উঠে সাইকেল আরোহী জেলাশাসককে নিজেদের গ্রামে দেখে যারপরনাই বিস্মিত গ্রামবাসীরা।
গ্রামের অলি-গলি ঘুরে মানুষের অভাব অভিযোগ শোনার পাশাপাশি তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলেন তিনি।একই সঙ্গে পৌঁছে গেলেন গ্রামীণ অর্থনীতির অন্যতম ক্ষেত্র চাষের জমিতেও।
জেলাশাসকের এদিনের গ্রাম সফরে শৌচাগার ব্যবহার,পানীয় ও সেচের জলের সমস্যা, রাস্তাঘাট,বার্ধক্য,প্রতিবন্ধী ভাতা থেকে নানান গ্রামীণ সমস্যার কথা উঠে এলো।নিজেদের গ্রামে সাতসকালে জেলা প্রশাসনের সর্বোচ্চ পদাধিকারীকে পাবেন একথাটা কেউ কখনো ভাবতেই পারেননি।আর তাঁকে নিজেদের সমস্যার কথা জানানোর সুযোগ,এতো কল্পনাতীতও বলে জানিয়েছেন গ্রামের মানুষ।
আরও পড়ুনঃ পুলিশের নো-এন্ট্রি বোর্ড সরালো শাসক দলের নেতা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584