মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে জেলাশাসক

0
212

নিজস্ব সংবাদদাতা,মালদহঃ

মালদহে পাঁচ দিনে পড়ল জুনিয়ার চিকিৎসকদের আন্দোলন।শনিবারেও বন্ধ থাকল মালদা মেডিকেল কলেজ হাসপাতালের বর্হিবিভাগ পরিষেবা।জেলা ও জেলার বাইরে থেকে আসা রোগীরা ঘুরে গেলেন। চিকিৎসা পরিষেবা না পেয়ে হয়রানির স্বীকার হলেন রোগী ও রোগীর আত্মীয়রা। শনিবার মালদা মেডিকেলে কলেজ হাসপাতাল ঘুরে দেখলেন জেলাশাসক তথা মালদা মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কৌশিক ভট্টাচার্য।

DM visited malda medical college hospital
পরিদর্শন।নিজস্ব চিত্র

এছাড়াও ছিলেন সদর মহাকুমা শাসক পার্থ চক্রবর্তী। মালদা মেডিকেলের কর্তাদের সঙ্গে নিয়ে ঘুরে দেখলেন জরুরি বিভাগের সমস্ত ওয়ার্ড।পরিষেবা নিয়ে কথা বলেন চিকিৎসধীন রোগী ও তাদের পরিবারের সঙ্গে। খতিয়ে দেখেন চিকিৎসকদের উপস্থিতির হার। সমস্ত ওয়ার্ড ঘুরে দেখে জুনিয়ার চিকিৎসক ও মেডিকেল কর্তৃপক্ষ ও আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন জেলাশাসক।

আরও পড়ুনঃ গণ ইস্তফা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের

তবে মালদা মেডিকেলের পরিস্থিতি স্বাভাবিক বলে দাবী আধিকারিকদের। প্রিন্সিপ্যাল পার্থ প্রতিম মুখোপাধ্যায় বলেন, আমরা সমস্ত দাবী মেনে নিয়েছি।কলকাতায় পরিস্থিতি স্বাভাবিক হলে এখানেও আন্দোলন তুলে নেবে জুনিয়ার চিকিৎসকেরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here