স্ট্র্যান্ড রোডের অগ্নিকাণ্ডে মৃতদেহ সনাক্তকরণে ভরসা ডিএনএ পরীক্ষা

0
66

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

কলকাতার স্ট্র্যান্ড রোডের রেলভবনে অগ্নিকাণ্ডে মৃত নয়টি দেহের ময়নাতদন্ত করা হয়েছে। এর মধ্যে একজনকে এখনও সনাক্তকরণ করা যায়নি। এই দেহটি পুরোপুরি পুড়ে মাংস পিন্ড হয়ে গেছে। এই বিকৃত দেহের পরিচয় পেতে ডিএনএ পরীক্ষা করতে হবে বলে খবর।

Strand Road fire | newsfront.co
স্ট্র্যান্ড রোডের বহুতলে আগুন। ফাইল চিত্র

তার মধ্যে ছয়টি দেহ ময়নাতদন্তের পর তাদের পরিজনদের হাতে তুলে দেওয়া হয়েছে। বাকি তিনটি দেহ এখনও পুলিশের হাতেই আছে। তার মধ্যে আছে আরপিএফ-এর কনস্টেবল সঞ্জয় সাহানি, হেয়ার স্ট্রিট থানার এএসআই অমিত ভাওয়ালের দেহ। আর এই বিকৃত দেহ।

স্ট্র্যান্ড রোডের রেলভবনে অগ্নিকাণ্ডে মৃত ৯জনের মধ্যে একজনের পরিচয় এখনও মেলেনি। ওই দেহটি পুরোপুরি ঝলসে দলা পাকিয়ে গিয়েছে। শুধু পায়ের কিছু অংশ ছাড়া দেহটি এতোটাই বিকৃত যে সনাক্তকরণ প্রায় অসম্ভব।

আরও পড়ুনঃ স্ট্র্যান্ড রোড অগ্নিকাণ্ডে নিহত ৯

এদিকে রেলের এক টেলিকম বিভাগের অফিসার, বছর ছাপ্পান্নর সুদীপ দাসের খোঁজ এখনও মেলেনি। তাঁর অফিস ১৩ তলাতেই ছিল। সন্ধ্যা সাতটার পর থেকেই তাঁর ফোনে সাড়া পাওয়া যাচ্ছে না। ফলে ওই দেহটির ডিএনএ টেস্ট ছাড়া পরিচয় জানা যাবে না বলে জানিয়েছে পুলিশ। যে মৃতদেহের পরিচয় এখনও মেলেনি সেই দেহটি নিতেও কেউ আসেনি। অজ্ঞাতপরিচয় দেহটি সুদীপ দাসের বলেই মনে করা হচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here