হাতির হানায় ভাঙল, ক্ষতিপূরণের আশ্বাস বন দফতরের

0
46

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

হাতি হানা দিয়ে ভেঙে দিল পাঁচটি পৃথক ঘর। হাতির হানায় আতঙ্কিত ও ক্ষতিগ্ৰস্থ আলিপুরদুয়ার জেলার মাদারিহাট এলাকার, বাসিন্দারা।

vandalised house by elephant attack | newsfront.co
হাতির হানায় ভাঙা ঘর।নিজস্ব চিত্র

জেলার প্রতিনিয়ত মাদারিহাটে, কোথাও না কোথাও হাতির হানার ঘটনা ঘটছে গতকাল রাতেও জলদাপাড়া জঙ্গল থেকে একটি বিশাল দাঁতাল হাতি মাদারিহাট মেঘনাদ সাহা নগরে ঢুকে পড়ে, ঢুকে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা কৃষ্ণা নায়েক, কিশোর মঙ্গর, কৃষ্ণা প্রধান, সুকুরাম উরাও ও চারুয়া উরাও -এর ঘর ভেঙ্গে তছনছ করে দেয় পাশাপাশি ঘরে মজুত রাখা চাল,আটা শাকসবজি খেয়ে সবার করে দেয় দাঁতালটি। ঘরের আসবাপত্রও নষ্ট করে দেয়।

আরও পড়ুনঃ মিড ডে মিলে পোকা ঘিরে ধুন্ধুমার কাণ্ড

Rohit Pradhan | newsfront.co
রোহিত প্রধান,ক্ষতিগ্রস্ত।নিজস্ব চিত্র

ক্ষতিগ্রস্ত রোহিত প্রধান জানান, গত কাল রাত ৮ টা নাগাদ এলাকায় বিশাল একটি দাঁতাল হাতি এলাকায় ঢুকে ৫ টি বাড়ি ভেঙে দিয়েছে। বন দফতরে কেউ আসেনি এলাকায়। আমার আতঙ্কিত। বন দফতর সূত্রে খবর,”ক্ষতিগ্রস্তরা আবেদন করলে সরকারি নিয়ম মেনে ক্ষতি পূরণ দেওয়া হবে ।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here