নিজস্ব সংবাদদাতা,মালদহঃআসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে বিভিন্ন দলের ঝান্ডা বিক্রি শুরু হয়েছে দোকানে। সব দলের দলীয় পতাকাগুলি এক দোকানেই পাওয়া যাচ্ছে সেখানে। পদ্মফুলের ঝান্ডার পাশে রয়েছে কাস্তে হাতুড়ির লাল ঝান্ডা। তেমনই শাসক দলের ঘাস ফুলের ঝান্ডার পাশে বিরাজ করছে হাত চিহ্ণ আঁকা কংগ্রেসের ঝান্ডা। ক্রেতারা সবকিছু ভুলে ব্যস্ত তাঁরা ঝান্ডা কেনেকাটায়। যদিও সব থেকে বেশী ঝান্ডা বিক্রি শাসক দলেরই। বেশি বিক্রি ঘাস ফুল আঁকা ঝান্ডারই। তারপর কংগ্রেস, বিজেপি এবং লালা ঝান্ডার। জেলার একমাত্র ঝান্ডা বিক্রির দোকান মালদা শহরের দিল্লি ক্লথ স্টোর। নির্বাচন এলেই ক্রেতাদের ভিড় বেড়ে যায় দোকানে। ১৫ আগষ্ট, ২৬ জানুয়ারির দিনগুলিতে জাতীয় পতাকা বিক্রি হয়ে থাকে। অন্যান্য সময় কাপড়-জামাও। কিন্তু নির্বাচন এলে বিভিন্ন দলের ঝান্ডা বিক্রি করে থাকেন তাঁরা। জেলার একমাত্র দোকান তাঁদেরই, রাজনৈতিক দলগুলির ঝান্ডা বিক্রি হয় যেখানে। প্রায় ৫২ বছর ধরে তাঁরা ঝান্ডা বিক্রি করছেন।এবার ঝান্ডার পাশাপাশি ছাতারও ব্যাপক চাহিদা রয়েছে। তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, সিপিএমের দলীয় পতাকার রঙে রাঙানো বিক্রি হচ্ছে ছাতা। দাম পড়ছে ৮০-১০০ টাকা। রয়েছে ব্যাজ, টুপি, আধুনিকলাইটিং ব্যাজও। সুইচ টিপলেই রকমারি লাইট জ্বলছে তাতে। রয়েছে কংগ্রেসের হাতের কাট-আউট। রয়েছে উত্তরীয়, টি-শার্টও। এমনকি বিক্রি হচ্ছে তৃণমূলের শাড়িও। দোকানের মালিক গোপালপ্রসাদ সাউ বলেন,‘আমাদের দোকানের বয়স প্রায় ৫৬ বছর। আমরা প্রায় ৫২ বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দলের ঝান্ডা বিক্রি করে আসছি। রাজনৈতিক ময়দানে বিরোধ থাকতে পারে কর্মী-নেতাদের মধ্যে। কিন্তু এখানে সবাই এক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584