জাতীয় পতাকার মাপ-নিয়ম মানা হচ্ছে না,নিরব প্রশাসন

0
261

পিয়া গুপ্তা ,কালিয়াগঞ্জঃ
 

আজ ৭২তম স্বাধীনতা দিবস।প্রতি বছর মতো নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হচ্ছে স্বাধীনতা দিবস। আর এ সবকিছুর মূলেই রয়েছে স্বাধীনতার চেতনাকে উজ্জীবিত রাখা।জাতীয় চেতনাকে তুলে ধরার ক্ষেত্রে পোশাকও এখন অন্যতম একটি মাধ্যম। স্বাধীনতা দিবসকে কেন্দ্র ভারতের জাতীয় পতাকা বিক্রির পাশাপাশি কিছু দিন আগে থেকেই বিক্রি হচ্ছিল জাতীয় পতাকার রংয়ের নানান ডিজাইনের কাপড় থেকে শুরু করে বিভিন্ন ধরনের গহনা । নিজেদের দেশাত্মবোধ ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে স্বাধীনতা দিবসের নান্দনিক ডিজাইন অলঙ্কার ও রঙের পোশাক তৈরি করে শোরুমগুলো সাজিয়ে তুলেছে।কয়েক বছর ধরে স্বাধীনতা দিবস উপলক্ষে তৈরি করা কাপড় ও পতাকা তৈরির কাজটা খুবই আন্তরিকতার সাথে করে যাচ্ছেন ফ্যাশন ডিজাইনারেরা।এ বছরও নিজেদের দেশাত্মবোধ ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে স্বাধীনতা দিবসের নান্দনিক ডিজাইন ও রঙের পোশাক তৈরি করে শোরুমগুলো সাজিয়ে তুলেছে ফ্যাশন হাউজগুলো।

নিয়ম বিরুদ্ধ কাগজ প্লাস্টিকের জাতীয় পতাকা।নিজস্ব চিত্র

স্বাধীনতা দিবসের ছোঁয়ায় রাঙাতে নারী,পুরুষও শিশুদের জন্য তৈরি করা হয়েছে পোশাক।তবে স্বাধীনতা পতাকা তৈরিতে মানা হচ্ছে না
‘দ্য ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস ’-এর নিয়ম কে।আইন কে বুড়ো আঙুল দেখিয়ে ইচ্ছেমতো মাপ ও জিনিসের তৈরি পতাকা বিক্রি হচ্ছে বাজারে৷ মিলের কাপড়,কাগজ তো আছেই,প্লাস্টিকের পতাকাও দেদার বিকোচ্ছে বাজারে।যদিও আইন অনুযায়ী , মিলের কাপড়,প্লাস্টিকের পতাকা,কিংবা কাগজের পতাকা
উত্তোলন করলে তিন বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে৷
নিয়ম অনুযায়ী,খাদি বা হাতে তৈরি কাপড় ছাড়া অন্য কিছু দিয়ে পতাকা বানানো যায় না। তার নির্দিষ্ট মাপও আছে। কিন্তু ছোট বড় সব মাপেরই পতাকা দেখা যাচ্ছে দোকানগুলোতে।

বেঠিক মাপের জাতীয় পাতাকা।নিজস্ব চিত্র

খাদির পতাকার দামের থেকে ‘গার্ডেন’ কাপড়ে পতাকার দাম কিছুটা কম।তাই এর চাহিদাও বেশি। দোকানে খোঁজ নিয়ে জানা যায়, এক একটি খাদির পতাকার দাম ৫০০-৭০০ টাকা। আর রেশমের পতাকা তিন থাকে চার হাজার টাকা। তবে বাইরের দোকানগুলোতে ১৫ টাকা থেকে ১৫০ টাকার মধ্যে দেদার বিকোচ্ছে পতাকা।দোকানের এক মালিক জানালেন, ১৫ আগস্টের সকালে প্রতিবারের মতো  এবারো রয়েছে পতাকার চাহিদা।তবে খাদি কাপড়ের দাম বেশী হওয়ায় প্লাস্টিক কিংবা কাগজের পতাকা বিকোচ্ছে বেশী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here