নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা চলাকালীন কোনো ভাড়া নেওয়া হবেনা বলে সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আই এন টি টি সি ইউ কালচিনি অটো টোটো ম্যাজিক ড্রাইভার ইউনিয়ন।সংগঠনের সভাপতি আমীর লামা জানান যে মাধ্যমিক পরীক্ষা যেদিন থাকবে কালচিনি হ্যামিলণ্টণ গঞ্জ ছাত্রছাত্রীদের অটো টোটো ম্যাজিক এ উঠলে দিতে হবেনা ভাড়া। বিনা ভাড়ায় অটো,টোটো,ম্যাজিক তাদের পৌছে দেবে পরীক্ষা কেন্দ্রে এবং পরীক্ষা কেন্দ্র থেকে বাড়ি পৌছে দেবে কোনো ভাড়া দিতে হবেনা।এই সিদ্ধান্তে খুশি মাধ্যমিক পরীক্ষার্থীরা।
আরও পড়ুনঃ মাধ্যমিক পরীক্ষার আগের দিন অ্যাডমিটের জন্য স্কুলের সামনে বিক্ষোভ
অটো চালকরা জানান, “মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় আমরা অটো টোটো ম্যাজিক ইউনিয়ন ড্রাইভাররা এই সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা শুভেচ্ছা জানাই সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের,তাদের পরীক্ষা ভালো হোক এই জন্য আমরা এই উদ্যোগ গ্ৰহণ করেছি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584