লকডাউনে গৃহশিক্ষকদের পাশে দাঁড়ালেন চিকিৎসকেরা

0
99

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

লকডাউনে চিকিৎসকরা দাঁড়ালেন গৃহশিক্ষকদের পাশে। দেড় মাস ধরে গৃহশিক্ষকতা বন্ধ হয়ে থাকায় টান পড়েছে রোজগারে। পরিবারের সদস্যদের নিয়ে চরম সমস্যায় রয়েছেন শুধুমাত্র গৃহশিক্ষকতার উপর নির্ভরশীল একাধিক শিক্ষক।

doctor helps to home tutor in lockdown | newsfront.co
নিজস্ব চিত্র

সম্প্রতি এমনই খবর শুনে তাদের পাশে এসে দাঁড়ান ইসলামপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক নারায়ণ মিদ্যা সহ বেশ কয়েকজন চিকিৎসক।

হাসপাতালের সুপার বলেন, একটি মাধ্যমে প্রাইভেট টিউটরদের করুণ কাহিনী শুনে এগিয়ে আসেন তিনি এবং শনিবার প্রাইভেট টিউটরদের নেতা বিশ্ব রঞ্জন বন্দোপাধ্যায় -এর হাতে পনেরো জন টিউটরের জন্য তিরিশ হাজার টাকা তুলে দেওয়া হয়।

আরও পড়ুনঃ লকডাউনে মাস্ক বানিয়ে রোজগারে নেমেছেন দর্জিরা

অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট টিউটর অ্যাসোসিয়েশনের ইসলামপুর ইউনিটের সম্পাদক বিশ্ব রঞ্জন বন্দ্যোপাধ্যায় জানান, এই সংকটের মুহূর্তে হাসপাতাল সুপার যে তাদের কথা ভেবেছেন এবং তাদের আর্থিক সহায়তা দিয়েছেন এটাই অনেক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here