ভিন্ন ধারার গবেষণায় সম্মানিত ডঃ তাপস পাল

0
224

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

doctor tapas pal respect to various research
নিজস্ব চিত্র

একটু অন্যরকম গবেষণায় তিনি রায়গঞ্জবাসী সহ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের গর্ব ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক ডঃতাপস পাল নিয়ে এলেন ভারত অস্ট্রেলিয়ার যৌথ উদ্যোগে গঠিত ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ অর্গানাইজেড রিসার্চ নামক সংস্থার থেকে I2OR DISTINGUISES RESEARCHER AWARD 2018 ।

তাপসবাবু দীর্ঘ চার বছর ধরে স্থিতিশীল উন্নয়নের ওপর যে গবেষণা ও পরিবেশের উন্নয়নে যে ফিল্ড ওয়ার্ক করে যাচ্ছেন তার জন্যই এই সম্মান দেওয়া হলো চন্ডীগড়ে অনুষ্ঠিত স্থিতিশীল উন্নয়নের ওপর তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনে।

প্রথমত বাংলাদেশের চট্টগ্রামের মেয়রকে গ্রীন ও স্থিতিশীল পৌরসভা ও নিজ শহর রায়গঞ্জ পৌরসভাকেও গ্রীন মানচিত্রে তুলে ধরতে চাইছেন।তিনবার রাষ্ট্রপুঞ্জের ফান্ডে তিনি যে ট্রেনিং নিয়ে এসেছেন তার প্রয়োগ করতে চাইছেন তাপসবাবু।তিনি বলেন এই দেশের স্থিতিশীল উন্নয়নের উপর এবং ধারণা দিতে তিনি আবারও সম্ভবত দক্ষিণ কোরিয়া,জার্মান, নেদারল্যান্ড,নাইজেরিয়াতে ডাক পেতে চলেছেন।রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়কে সবার কাছে তুলে ধরতে পেরে তিনি কৃতজ্ঞ।

আরও পড়ুনঃ এক দুঃসাহসী প্রতিভাবান শিল্পী

সহকর্মী ডঃসঞ্জীব কুমার বলেন,নতুন ধারণা পাওয়া যায় তাপসবাবুর চিন্তা থেকে ইতিমধ্যে তিনি নিও ডেভলপমেন্ট বলে একটি শব্দের ব্যবহার করেছেন যা গবেষণার বিষয় হতে চলেছে।একই সাথে পাশ্ববর্তী ডঃমেঘনাথ সাহা কলেজের ভূগোলের অধ্যাপক ডঃ মুকুন্দ মিশ্র ,গাজোল কলেজের ভূগোলের অধ্যাপক তন্ময় সরকার,হরিরামপুর কলেজের ভূগোলের অধ্যাপক মহম্মদ ইসমাইলবাবু সাধুবাদ জানিয়েছেন তাপসবাবুর কাজকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here