রিচা দত্ত,মুর্শিদাবাদঃ
৪৯১ নম্বর পেয়ে মেধাতালিকায় পঞ্চম এবং মুর্শিদাবাদ জেলায় যুগ্ম প্রথম স্থানাধিকারী বহরমপুর জে এন একাডেমির ছাত্র তীর্থরাজ রায়।
ফল প্রকাশের পর এদিন তীর্থরাজ জানায় যে,দিনে সাত থেকে আট ঘন্টা পড়াশোনা করত সে। গৃহশিক্ষক যারা ছিলেন তার সাহায্য করতেন তাকে সেই সঙ্গে স্কুলের অবদান।পড়াশোনার ক্ষেত্রে বাবা মা ও তার দাদা অনেক সাহায্য করেছেন।কিন্তু শিক্ষকদের অবদান কখনোই ভোলার নয় এমনটাই জানিয়েছেন তীর্থরাজ।
বাবা সরকারি চাকুরিজীবী তাই সেই ভাবে সময় দিতে পারেন না কিন্তু মা গৃহবধু তাই মা তার পড়াশোনোর বিশেষ নজর দিতেন।
আরও পড়ুনঃ আর্দশ মানুষ হয়ে ইতিহাসের অধ্যাপক হওয়া রাকেশের স্বপ্ন
পড়াশোনা পাশাপাশি গল্পের বই পড়া ও ক্রিকেট খেলে অবসর কাটত তার।এইসবের সঙ্গে কিছু সময় মোবাইল গেম খেলেতে ভালোবাসেন।তার ইচ্ছা বড় হয়ে ডাক্তার হতে চাই কারণ তার দাদা ডাক্তার এখন তিনি ডাক্তারি পড়াশোনার জন্য প্রস্তুতি নিচ্ছে এমনটাই জানান তীর্থরাজ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584