শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
রাজ্যের করোনা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পরেও সাম্প্রতিক সময়ে রাজ্যে ফের বাড়তে শুরু করেছে সংক্রমণ। বিশেষত কলকাতা এবং উত্তর ২৪ পরগনার ফের বিপুল হারে সংক্রমণ এবং মৃত্যুহার চিন্তায় ফেলেছে স্বাস্থ্য আধিকারিকদের।
এই পরিস্থিতিতে একদমই কমে গিয়েছে সুস্থতা বৃদ্ধি হার। তাই পুজোর আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আগামী ১ মাস চ্যালেঞ্জ নিয়েই কোভিডের বিরুদ্ধে যুদ্ধে নামল রাজ্য সরকার।
স্বাস্থ্য ভবন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, জেলার কোভিড হাসপাতালগুলিতে ২৪ ঘণ্টা যাতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীরা উপস্থিত থাকেন, তার ব্যবস্থা করতে হবে। দরকারে হাসপাতালের কাছাকাছি চিকিৎসক, নার্সদের থাকার বন্দোবস্ত করতে হবে।
আরও পড়ুনঃ সারি হাসপাতালের সব রোগীর করোনা পরীক্ষা বাধ্যতামূলক, নির্দেশ স্বাস্থ্য ভবনের
কিন্তু সব ক্ষেত্রে কি এই ব্যবস্থা করা সম্ভব হবে?সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরিস্থিতি অনুযায়ী জেলার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও সংশ্লিষ্ট জেলার স্বাস্থ্য আধিকারিকরা আলোচনা করে হাসপাতালের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
কোন চিকিৎসক, নার্স কখন থাকবেন, কীভাবে পরিষেবা দেওয়া হবে, তা নিয়ে আগামী ১ মাসের জন্য ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের কাজের রুটিন (ডিউটি রস্টার) ঠিক করতে হবে। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করবে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু হাসপাতালে তাদের ২৪ ঘন্টা উপস্থিত থাকতে হবে।
আরও পড়ুনঃ এখন থেকে করোনায় মৃতের ৬ জন আত্মীয় থাকতে পারবেন সৎকারে
ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামী ১ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ক’টা দিন জেলার মেডিকেল কলেজগুলির অধ্যক্ষ এবং সিএমওএইচ-কে নজরদারি করতে হবে। নিয়মিত রিপোর্ট পাঠাতে হবে স্বাস্থ্যভবনে।
কোথাও কোনও কোভিড হাসপাতালে সংক্রমণ বা মৃত্যুহার বেড়ে গেলে স্বাস্থ্যভবনকে জানিয়ে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। কারণ এই মুহূর্তে সংক্রমণ না কমলে পুজোর পর তা আরও ভয়ঙ্কর পরিস্থিতির দিকে মোড় নিতে পারে, এমনটাই মনে করছেন স্বাস্থ্যকর্তারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584