নবদ্বীপ পুরসভার ত্রাণ তহবিলে অর্থ দান চিকিৎসক, মহিলাদের

0
67

শ্যামল রায়, নবদ্বীপঃ

করোনাভাইরাস এর জেরে গোটা বিশ্ব তোলপাড়। এই ভাইরাসের হাত থেকে রেহাই পাবার জন্য গোটা দেশে চলছে দ্বিতীয় দফায় লকডাউন। লকডাউন এর ফলে বহু অসংগঠিত শ্রমিক মানুষ চরম আর্থিক সংকটের মুখে পড়েছেন। এই সমস্ত অসহায় গরীব মানুষের পাশে দাঁড়িয়েছে ইতিমধ্যে বিভিন্ন পুরসভা বিভিন্ন পঞ্চায়েত স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক দল।

donation | newsfront.co
নিজস্ব চিত্র

শুক্রবার নবদ্বীপ পুরসভার ত্রাণ তহবিলে নগদ অর্থ দান করলেন নবদ্বীপের তরুণ চিকিৎসক সত্যম ঘোষ। তিনি নগদ ৫ হাজার টাকা তুলে দেন নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহার হাতে। এছাড়াও এদিন নবদ্বীপ পোড়ামা তলা মহানাম মঠ মহিলা যোগ-ব্যায়াম সমিতির পক্ষ থেকেও অর্থ দান করা হয় নবদ্বীপ পুরসভার ত্রাণ তহবিলে।

Nabadwip municipal | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ আদিবাসী পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলো শালবনীর ট্যাঁকশালের কর্মীরা

চেয়ারম্যান বিমান কৃষ্ণসার হাতে নগদ ৮ হাজার টাকা তুলে দেন সমিতির মহিলারা। অর্থ তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন সমিতির অন্যতম কর্ণধার শম্পা ঘোষ, রেবা দাস ও সুজাতা সাহা। এছাড়া উপস্থিত ছিলেন যোগব্যায়াম সমিতির প্রশিক্ষক শংকর সাহা ।

চেয়ারম্যান বিমল কৃষ্ণ সাহা জানিয়েছেন যে করোনাভাইরাস অতি ভয়ঙ্কর। ইতিমধ্যে পুরসভার তরফ থেকে নিয়মিত প্রচার চলছে এবং মানুষকে লকডাউন মেনে চলার পক্ষে কথা বলছি, নিজে এলাকায় এলাকায় ঘুরছি। নবদ্বীপ থানার পুলিশ ও সার্বিকভাবে লকডাউন এর পক্ষে প্রচার অভিযান চালাচ্ছেন নিয়মিতভাবে। লকডাউন নিয়মিতভাবে মেনে চলতে হবে এবং পুরসভার তরফ থেকে গরিব অসহায়দের পাশে আমরা যতটুকু পারি সাহায্য করে যাচ্ছি জানিয়েছেন চেয়ারম্যান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here