শরীরে দ্রুত ছড়িয়ে পড়ছে পুরনো ক্যানসার, সৌমিত্রকে নিয়ে আশঙ্কায় চিকিৎসকরা

0
121

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

শুধু করোনার আক্রমণ নয়, আরও শারীরিক সমস্যা ধরা পড়ল বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শরীরে। এবার সৌমিত্রের শরীরে ফের প্রস্টেট ক্যান্সারের আশঙ্কা করছেন চিকিৎসকরা। সেই কারণে এখনও সঙ্কটজনক অবস্থা সৌমিত্রের। জানা গিয়েছে, বিভিন্ন পরীক্ষা করানোর পরিকল্পনা করছে হাসপাতাল। সোমবার তাঁর মস্তিষ্কের এমআরআই হল বেলভিউ নার্সিংহোমে।

Soumitra Chattarjee | newsfront.co
সৌমিত্র চট্টোপাধ্যায়

গত সপ্তাহ থেকে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। আনলক পর্ব শুরু হতেই শুটে নেমে পড়তে হয়েছিল তাঁকে। এক পর্যায়ের শুটিং শেষ হতেই দু’দিন পর থেকে অসুস্থবোধ করছিলেন তিনি। ৫ অক্টোবর সৌমিত্র চ্যাটার্জির করোনা পরীক্ষা হয়। পরদিনই রিপোর্ট পজিটিভ আসে। বেলভিউ নার্সিংহোমে ভর্তি করা হয় তাঁকে।

অক্সিজেনের পরিমাণ কমতে থাকায় ইনটেনসিভ থেরাপি ইউনিটে স্থানান্তরিত করা হয়। শনি ও রবি দু’দিন প্লাজমা থেরাপি করার পর তিনি খানিকটা সুস্থ রয়েছেন।

আরও পড়ুনঃ দিনে ১০ লিটার অক্সিজেন, সৌমিত্রের চিকিৎসায় প্লাজমা থেরাপির প্রয়োগ

দৈনিক ১০ লিটার করে অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছে। ইউরিনারি ট্র্যা্ক্ট ইনফেকশন ও ১০১ মতো জ্বর রয়েছে। চিকিৎসকেরা আশঙ্কা করছেন, ফের প্রস্টেট ক্যান্সার ধরা পড়লে, তা দ্রুত দেহের অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়তে পারে।

তবে এমআরআই পরীক্ষা করলে বোঝা যাবে ফুসফুস ও মস্তিষ্কে ক্যান্সার কোষগুলি বৃদ্ধি পাচ্ছে কিনা। তাই বর্ষীয়ান অভিনেতা সৌমিত্রকে নিয়ে এখনও আশঙ্কায় চিকিৎসকরাই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here