নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
প্রতিবছরের মতো এবছরও স্বাস্থ্যবিধি মেনে চিকিৎসক দিবস পালন করল পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতির আবাসিকরা। তবে এবারে একটু অন্য কায়দায়। প্রতিবছরই চিকিৎসক দিবস পালন করে নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতির হোম ক্যাম্পাসের আবাসিকরা।
এবছরের তার ব্যতিক্রম হল না। ড: বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে মাল্যদান, স্মৃতিচারণ শুধু নয়, নিমতৌড়ি চৌরাস্তায় সকল দোকানদার, পথচলতি মানুষকে ১৫০০টি মাস্ক বিতরণ করলেন হোম ক্যাম্পাসের আবাসিকরা।
করোনা যুদ্ধে শামিল চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মী ও আশাকর্মীদের সমবেতভাবে সম্মান জানালেন তারা। করোনা আক্রান্তদের দ্রুত আরোগ্য কামনা করে সমবেত প্রার্থনা করলেন আবাসিকরা।
এছাড়াও এলাকার চিকিৎসক, যিনি করোনার সময় ভয় না পেয়ে সাহসের সঙ্গে গ্রামের মানুষের চিকিৎসায়রত ছিলেন, সেই ডাক্তার আশিস প্রধানকে ফুল, মালা, শাল, স্মারক দিয়ে সম্মান জানান আবাসিকরা।
আরও পড়ুনঃ করোনা আবহে ডক্টরস ডে’তে চিকিৎসকদের কুর্নিশ অধীরের
সংস্থার সাধারণ সম্পাদক জানান, ‘প্রতি বছর এই দিনটি আমরা পালন করে থাকি। কখনো রক্তদান, কখনো কখনো বিশেষভাবে সক্ষমদের সহায়ক সরঞ্জাম বিতরণ, কখনো গাছ বিতরণ করা হয়। এবছর সময়োপযোগী হোমের মেয়েদের হাতে তৈরি ১৫০০টি মাস্ক বিতরণের করোনাকে পরাজিত করার যুদ্ধে শামিল হতে পারলাম আমরা। এলাকার পরিচিত চিকিৎসক ডাক্তার প্রধানকে সম্মান জানাতে পেরে আজ ভাল লাগছে।’
আরও পড়ুনঃ স্বেচ্ছাসেবীদের রক্তদান শিবির
সমস্ত অনুষ্ঠানটি স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে করা হয়েছে। এদিন সমিতির পক্ষ থেকে আহ্বান করা হয়, ‘সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ প্রয়াসে করোনাকে প্রতিহত করাই আমাদের একমাত্র লক্ষ্য। আর লক্ষ্য হোমকে নিরাপদ সুরক্ষিত রাখতে হবে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584