মনিরুল হক,কোচবিহারঃ
গোটা রাজ্যের সাথে কোচবিহারেও জেলাতেও পালিত হল চিকিৎসক দিবস। সোমবার ফুলমালা শ্রদ্ধায় পশ্চিমবঙ্গের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিবস পালিত হয়।
এই উপলক্ষে কোচবিহার সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ডাক্তার বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এইদিন একটি অনুষ্ঠানেরও আয়জন করা হয় সেখানে। চিকিৎসকেরা ব্লাড ব্যাঙ্কে রক্তদান করেন। পাশাপাশি হাসপাতাল চত্বরে বৃক্ষ রোপণও করা হয়। এমএসভিপি রাজিব প্রসাদ জানান,বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে আজ হাসপাতাল চত্বরে চিকিৎসক দিবস পালিত হয়।
এদিন চিকিৎসক দিবস উপলক্ষে দিনহাটা থেকে প্রকাশিত সাহিত্য পত্রিকা ‘বিবর্তন’ দপ্তরে পালিত হয় চিকিৎসক দিবস।এখানে বিনামূল্যে এইদিন চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়। বিবর্তন ভরসা ওয়েল ফেয়ার সোসাইটির উদ্যোগে এদিনের কর্মসূচী গ্রহন করা হয়। এর উদ্বোধন করেন বিশিষ্ট চিকিৎসক পরিতোষ মণ্ডল।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার উজ্জ্বল আচার্য,প্রলয় সাহা, অমর মণ্ডল, চম্পক ব্যানার্জী, কৌশিক কর, ইমরান বৈদ্য, কে সি সাহা, অনির্বান সামন্ত প্রমুখ। এই শিবিরে প্রায় পঞ্চাশ জন প্রবীণ নাগরিকের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়।
আরও পড়ুনঃ জাতীয় চিকিৎসক দিবসে রক্তদান শিবিরের আয়োজন
এই দিনই বিবর্তন পত্রিকার জুলাই সংখ্যাও প্রকাশ করা হয়।তুফানগঞ্জ মহকুমা হাসপাতালেও বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালিত হয় চিকিৎসক দিবস।এইদিন রোগী ও তাদের পরিজনদের মধ্যে মিষ্টি বিতরন করা হয়।
হাসপাতাল চত্বরকে বেলুন,ফেস্টুন ও পোস্টারের মাধ্যমে সাজিয়ে তোলা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584