বাকস্বাধীনতার দাবীতে কলকাতার রাজপথে চিকিৎসকরা

0
340

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :পেশাগত জীবনের যন্ত্রণা সরকারী স্বাস্থ্য নীতির সমালোচনা করেন বারাসত জেলা হাসপাতালের প্রবীণ চিকিৎসক অরুনাচল দত্তচৌধুরী। সরকারী নীতির সমালোচনা করার শাস্তি নেমে আসে তাঁর ঘাড়ে।

এই শাস্তির বিরুদ্ধে সারা রাজ্য জুড়েই প্রতিবাদের ঝড় বয়ে যায়। সোস্যাল মিডিয়া থেকে রাজপথ সর্বত্রই এই প্রতিবাদ ধ্বনিত হয়। এ পি ডি আর থেকে সাধারন মানুষ চিকিৎসক সকলেই প্রতিবাদে মুখরিত হয়েছে।

নিজস্ব চিত্র

আজ চিকিৎসকদের সাতটি সংগঠন যার মধ্যে এস ডি এফ, ডব্লিউ বি ডি এফ, এম এস সি, এ এইচ এস ডি যৌথমিছিল করে সল্টলেকের সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিল করে ডা. অরুণাচল দত্তচৌধুরী’র সাসপেনশন অর্ডার তোলার দাবীতে।একই সঙ্গে তাঁরা সোস্যাল মিডিয়ায় বাকস্বাধীনতার দাবী করে ডি এইচ এসের নিকট দাবীপত্র পেশ করেন।

নিজস্ব চিত্র

রাজ্যের বিভিন্ন প্রন্ত থেকে প্রায় চার শতাধিক চিকিৎসক ও বিভিন্ন স্তরের বিশিষ্ট মানুষেরা এই মিছিলে অ়ংশগ্রহন করেন। সকলেই ডা. অরুণাচল দত্তচৌধুরী’র মুখোশ পড়ে এই মিছিলে অ়ংশ নেন। সার্ভিস ডক্টর্স ফোরামের সাধারণ সম্পাদক সজল বিশ্বাস জানান যে,”সার্ভিস রুলে ফেসবুকের উল্লেখ না থাকা সত্ত্বেও ডা. অরুণাচল দত্তচৌধুরী উপর শাস্তির খড়্গ নেমে আসার কারন জানতেই আজকের এই মিছিল।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here