কবির হোসেন, মুর্শিদাবাদঃ
পয়লা জুলাই ডাক্তার দিবস উদযাপিত হল সালারে । শুক্রবার দুপুরে ডাক্তার দিবস উপলক্ষে সালার প্রাথমিক ব্লক স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সংবর্ধনা দেওয়া হয় মুর্শিদাবাদ জেলা পুলিশ ও সালার থানার পক্ষ থেকে। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের স্মরণে এই ১ জুলাই ডাক্তার দিবস হিসেবে পালন করা হয়। সেই উপলক্ষে এইদিন স্মরন করে সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সমস্ত ডাক্তার নার্স ও অন্যান্যদের সংবর্ধনা দেওয়া হয়। এদিন সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার পঙ্কজ বেপারী ,মৈনাক মন্ডল সহ অন্যান্য ডাক্তার নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের পরিষেবা কে কুর্নিশ জানায় মুর্শিদাবাদ জেলা পুলিশ ও সালার থানা।
আরও পড়ুনঃ রঙ বাহারি পদ্মফুলে ছাদবাগান যেন রামধনুর দেশ
গত দুবছরের ডাক্তার ও পুলিশকর্মী রা সামনের সারিতে দাঁড়িয়ে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে করোনা মহামারীর বিরুদ্ধে লড়াই-এর কথা স্মরণ করেন। ডাক্তার পঙ্কজ বেপারী বলেন, “এই বিশেষ দিনটি বিখ্যাত ডাক্তার বিধান চন্দ্র রায়ের স্মরণে উদযাপিত হয় তার অনুপ্রেরণা আমাদের আগামী দিনের পাথেয় হোক এটাই আমাদের কাম্য।“ শুক্রবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভরতপুর সার্কেল ইন্সপেক্টর জয়ন্ত শর্মা ও সালার থানার ভারপ্রাপ্ত আধিকারিক ইন্দ্রনীল মহন্ত। এদিন সকালে সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার সহ সমস্ত স্বাস্থ্যকর্মীদের মুর্শিদাবাদ জেলা পুলিশ থানা সালার থানা পক্ষ থেকে পুষ্প স্তবক দিয়ে সংবর্ধনা ও অভিনন্দন জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584