নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
যাত্রী ও পণ্য পরিবহণের সঙ্গে যুক্ত দেশের সমস্ত গাড়ির কাগজপত্র পুনর্নবীকরণের জন্য সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার। সোমবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে সরকার জানায়, এই নথি পুনর্নবীকরণের সময়সীমা বাড়ানো হল ৩১ ডিসেম্বর পর্যন্ত। আগে এই সময়সীমা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ছিল। যদিও পশ্চিমবঙ্গ সরকার এখনও কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে এই সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি জারি করেনি।
রাজ্যগুলিকে পরিবহণমন্ত্রকের নির্দেশ, এই সময়ে গাড়ির মালিকরা এই কাগজপত্র বৈধ করতে চাইলে, তাঁরা যাতে হেনস্থার শিকার না হন, তা সুনিশ্চিত করতে হবে। অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, “আমরা আশা করব ৩১ মার্চ অবধি এই মেয়াদ বৃদ্ধি হবে।
আরও পড়ুনঃ টানা ৬ দিন ধরে পেট্রোলের মূল্যবৃদ্ধি
এদিকে, গত ৯ অগাস্ট রাজ্য সরকার পথ কর ও পারমিট একবছরের জন্য মুকুব করার ঘোষণা করে। কিন্তু এই ব্যবস্থা প্রকৃতপক্ষে চালু হয়েছে ২৪ অগাস্ট থেকে। প্রশাসনের এই গাফিলতি নিয়ে সংশ্লিষ্ট মহলে অসন্তোষ সৃষ্টি হয়েছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584