জন জীববৈচিত্র নথিকরন কর্মশালা

0
97

পল মৈত্র,দক্ষিন দিনাজপুরঃ

বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর বিডিও অফিসের বংশীহারী পঞ্চায়েত সমিতির সভাকক্ষে পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ দপ্তরের জীব বৈচিত্র পর্ষদের সহযোগীতায় বংশীহারী ব্লকের ব্যবস্থাপনায় জীব বৈচিত্র ব্যবস্থাপনা সমিতির উদ্যোগে জীব নথিকরন কর্মশালার একটি আয়োজন করা হয়।এদিন উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন পরিবেশ দফতরের জন জীব বৈচিত্র পর্ষদের গবেষক ডঃ অনির্বাণ রায়। এদিন দুপুরে সভাকক্ষে এলাকার কিছু সচেতন পরিবেশ প্রেমী মহিলা পুরুষদের নিয়ে এই কর্মশালাটি হয়।তাদের পরিবেশ ও জীব জন্তুদের নিয়ে বিশেষ ভাবে প্রশিক্ষণ দেন অনির্বাণ রায়।

নিজস্ব চিত্র

এ বিষয়ে ডঃ অনির্বাণ রায় বলেন,আজ পরিবেশের বিভিন্ন গাছপালা,জীব জন্তু,মাছেদের জীবন বিপন্ন পাশাপাশি বিলুপ্তপ্রায়,তাদের সংরক্ষন ও ২০০২ সালের একটি বিশেষ আইন অনুযায়ী মারা বা নষ্ট করা আইনত দন্ডনীয় অপরাধ এই সব বিষয়ে মানুষকে সচেতন করতেই এলাকার কিছু পরিবেশ প্রেমীদের নিয়ে আজকের এই বিশেষ কর্মশালা,তাছাড়া আজ এই জেলার মোট ৪টি পঞ্চায়েত সমিতির সভাকক্ষে কর্মশালাটি চলছে।

আরো পড়ুনঃ প্রকৃতি কৃপণ,সরকার উদাসীন,জলের অভাবে মাথায় হাত চাষীদের

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here