ভিন্ন উদ্যোগ! র‍্যাম্প মাতালো সারমেয় দল

0
51

নবনীতা দত্তগুপ্ত, কলকাতাঃ

dog fashion show in kolkata | newsfront.co
র‍্যাম্পে সারমেয় দল। ছবিঃ প্রকাশ পাইন

এক ভিন্ন উদ্যোগ নিয়ে শামিল ‘ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাব দক্ষিণ কলকাতা কুকুর প্রেমিক সমিতি’। বেলঘরিয়া ক্যানেল ক্লাব এবং দেশপ্রেমিক ক্লাব সংহতির সহযোগিতায় সম্প্রতি ক্লাব চত্বরে ‘রেট্রো টু মেট্রো’ থিমযুক্ত নৃত্য অনুষ্ঠানের সঙ্গে একটি ডগ ফ্যাশন ওয়াকের আয়োজন করা হয় সংগঠনের তরফে।

dog fashion show in kolkata | newsfront.co
অভিনেত্রী দিতিপ্রিয়া রায় তাঁর ৪ মাস বয়সী বিগল ‘পপকর্ন’ নিয়ে ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাবে। ছবিঃ প্রকাশ পাইন

বর্ণাঢ্য এই শো’তে জার্মান শেফার্ডস, ল্যাব্রাডারস, গোল্ডেন রিট্রিভারস, ড্যাশ হাউন্ডস, বিগলস, সাইবেরিয়ান হুকিজ, চি হুয়া হুয়া সহ অন্য আরও অনেক জাতের সারমেয় প্রতিনিধিরা তাদের প্রভুদের সঙ্গে মঞ্চে হেঁটে তাক লাগিয়ে দেয় সকলকে।

আরও পড়ুনঃ কত্থক নৃত্যের গুরুজী’র চরিত্রে বঙ্গরত্ন সুব্রত দত্ত

dog fashion show in kolkata | newsfront.co
ছবিঃ প্রকাশ পাইন

অনুষ্ঠানটিতে অংশ নিতে বিগল ‘পপকর্ন’কে সঙ্গে নিয়ে হাজির ছিলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। অংশগ্রহণকারীদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন অভিনেতা শঙ্কর চক্রবর্তী, নীল ও তৃণা সাহা সহ আরও অনেকে।

শহরের বুকে এহেন উদ্যোগ বেশ অনন্যতার পরিচয় বহন করল। এই ভিন্ন উদ্যোগে শামিল হতে পেরে সারমেয়দের ধারক বাহকরা যেমন খুশি হলেন, তেমনই খোলা আকাশের নীচে শ্বাস নিয়ে বেজায় খুশি ওরাও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here