চিকিৎসক-নার্সদের সংক্রমণ আটকাতে সল্টলেক আমরিতে ব্যবহার করা হচ্ছে রোবট

0
61

শুভম বন্দ্যোপাধ্যায়,কলকাতাঃ

করোনা ওয়ার্ডে রোগীদের চিকিৎসা করতে গিয়ে সংক্রমণের আশঙ্কা থাকে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদেরও। সেই কারণেই এবার এক অভিনব উপায় বার করল বিধাননগরের একটি বেসরকারি হাসপাতাল সল্টলেক আমরি। রোবটের মাধ্যমে রোগীর ওপর নজরদারি চালানো যাচ্ছে, তেমনই রোগীও তার সমস্যার কথা ওই রোবটের মাধ্যমেই জানিয়ে দিতে পারছেন চিকিৎসককে।

hospital | newsfront.co
প্রতীকী চিত্র

কিভাবে কাজ করছে এই রোবট? জানা গিয়েছে, চার ফুটের ওই সাদা রোবট ঘুরে বেড়াচ্ছে গোটা কোভিড ওয়ার্ড জুড়ে। যার পোশাকি নাম ‘টেলি প্রেজেন্স রোবট’। মাথায় বসানো একটি ক্যামেরা লেন্স। ঠিক তার নিচে একটি স্ক্রিন। ডাক্তারের কাছ থেকে নাম জেনে নিয়েই রোগীর কাছে পৌঁছে যাচ্ছে সে। তারপর অডিও ও ভিজ্যুয়ালের মাধ্যমে রোগী ও চিকিৎসকের মধ্যে যোগাযোগ স্থাপন করছে।

আরও পড়ুনঃ ঝড়ে দক্ষিণবঙ্গ শেষ হয়ে গিয়েছে, নবান্নে আক্ষেপ মুখ্যমন্ত্রীর

৫০ বেড বিশিষ্ট কোভিড ওয়ার্ডে আক্রান্ত এবং করোনা সন্দেহে ভর্তি রোগীদের উপর নজরদারি চালাতেই এই বিশেষ ব্যবস্থা করেছে সল্টলেক আমরি। রোবটের মাধ্যমে নার্সও যেমন চিকিৎসককে রোগীর অবস্থা বিস্তারিত জানিয়ে দিতে পারছেন, তেমনই দূর থেকেই আক্রান্তকে দেখে নিচ্ছেন ডাক্তার। কোনও সমস্যা হলে রোগীও রোবটের মাধ্যমে নিজেই জানাচ্ছেন চিকিৎসককে।

আরও পড়ুনঃ দত্তপুকুরে অ্যাম্বুলেন্স থেকে পালালো করোনা রোগী, উদাসীনতার অভিযোগ

সল্টলেক আমরির সিইও রূপক বড়ুয়া বলেন, ‘এর মানে এমন নয় যে ডাক্তার-নার্সরা আর কোভিড ওয়ার্ডে করোনা আক্রান্তদের দেখতে যাচ্ছেন না। তবে রোবটের মাধ্যমে রোগীদের উপর বাড়তি নজরদারি সম্ভব হচ্ছে। যাতায়াত কিছুটা কমলে সংক্রমণের আশঙ্কাও কমছে। এটি মোবাইল থেকেও অপারেট করা যায়।’ এর আগে দিল্লির এইমসে ওয়ার্ড পরিষ্কারের জন্য রোবটের ব্যবহার নজর কেড়েছিল। তারপর চিত্তরঞ্জন লোকোমোটিভেও রোগীদের খাবার-দাবার দেওয়া এবং তাঁদের খবর নেওয়ার দায়িত্বে ছিল রোবট। কিন্তু করোনা সংক্রমণে নজরদারিতে রোবটের ব্যবহার অভিনব বলেই দাবি করছেন চিকিৎসক মহলের একাংশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here