শিলিগুড়িতে ডিওয়াইএফআই-র উত্তরকন্যা অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্র

0
24

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ

শিলিগুড়ির তিনবাত্তিতে ডিওয়াইএফআই-র উত্তরকন্যা অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্র। বুধবার কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে উত্তরকন্যা অভিযানের ডাক দেয় ডিওয়াইএফআই।
এরপর এয়ারভিউ মোড় থেকে মিছিল করে উত্তরকন্যা যাওয়ার জন্য।

doifi community protest in siliguri | newsfront.co
নিজস্ব চিত্র

ঠিক তখনই মিছিলটি তিনবাত্তি মোড়ে পৌঁছাতেই পুলিশ মিছিল আটকে দেয়। এরপর ডিওয়াইএফআইর কর্মীরা ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে এগিয়ে যেতে চেষ্টা করেন। এরপরেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের তরফ থেকে জল কামান চালানো হয়।

নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ বনমন্ত্রী রাজীব বন্দোপাধ্যায়ের নেতৃত্বে ফালাকাটায় তৃণমূলের মহামিছিল

এরপর পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এর পাশাপাশি জানা গিয়েছে যে এদিন পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। অপরদিকে ডিওয়াইএফআই দাবি করে যে পুলিশ লাঠিচার্জ করে। এবং দলের কয়েকজন জখমও হয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here