নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
ফালাকাটা মুক্তি পাড়ার পুজো কমিটি এবার ৬০তম বর্ষে পদার্পন করেছে। চারবার আলিপুরদুয়ার জেলার সেরা পূজার শিরোপা পেয়েছে এই মুক্তি পাড়া পূজা কমিটি।মণ্ডপ শিল্পী বহিরাগত শিল্পী সমম্বয়ে ক্লাব সদস্য ও সদস্যাদের তৈরি নিজস্ব থিম,থিমে তুলে ধরা হবে ছত্রিশগড়ের আদিবাসীদের ডোকরা শিল্পীকে।
শুধু তাই নয় ভারতবর্ষের হারিয়ে যাওয়া আদিবাসী শিল্প গুলি যাতে পুনরুজ্জীবিত করা যায় তার জন্য সকল প্রচেষ্টাকে উৎসাহিত করা।উপকরণ গাছের শিকড়,পাতা,প্লাইবোর্ড, চট,প্লাস্টার অফ প্যারিস ইত্যাদি। আলোকসজ্জা চন্দননগরের ডিজিটাল লাইট।প্রতিমা তৈরি হচ্ছে সম্পূর্ণ মাটির তৈরি প্রতিমা শিল্পী আনন্দ দাস,মালদা।
মুক্তি পাড়া ক্লাবের উপদেষ্টা মন্ডলীর চেয়ারম্যান অনিল অধিকারী জানান,”আমাদের প্রায় ১৫ লক্ষ টাকা বাজেট এবার।ডোকরা শিল্পের মধ্যে দিয়ে আমরা এবার এখানে পূজা অর্চনা করছি।বরাবর ফালাকাটার ব্লকে এই পূজাকে নিয়ে মানুষের একটা উন্মাদনা রয়েছে।সকল স্তরের মানুষকে শারদীয়ার আগাম শুভেচ্ছা জানিয়েছেন।”
আরও পড়ুনঃ জৌলুস হারালেও নির্ঘন্ট মেনে চলে ঝাড়গ্রাম রাজ পরিবারের পট পূজো
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584