তপন চক্রবর্তী, উত্তরদিনাজপুর: আসন্ন লোকসভা নির্বাচনকে উত্তর দিনাজপুর জেলার গেরুয়া শিবির পাখির চোখ করে কোমর বেঁধে সংগঠনকে মজবুত করতে বিজেপির নবনিযুক্ত ডাইনামিক সভাপতি শঙ্কর চক্রবর্তী জেলায় যোগ্য বিজেপি নেতাদের কর্মদক্ষতা অনুযায়ী নতুনদের কাজ করবার সুযোগ করে দিল।জানা যায় উত্তর দিনাজপুরে রায়গঞ্জের জেলা বিজেপি আয়োজিত এক গুরুত্বপূর্ণ কর্মী সভার প্রথম বৈঠকেই সংগঠনকে ঢেলে সাজাতে বিজেপির রাজ্য মহিলা সেলের রাজ্য সহ সভানেত্রী দোলা মোদককে উত্তর দিনাজপুর জেলার বিজেপির মহিলা সেলের সভানেত্রী পদের দায়িত্ব দেওয়া হল।যদিও দোলা মোদক রাজ্য মহিলা সেলের সহ সভাপতির দায়িত্বে থাকলেও কাজ করবার তেমন সুযোগ দোলা দেবীর ছিলনা বললেই চলে।তাই এবার কালিয়াগঞ্জের লড়াকু নেত্রী দোলা মোদক কে জেলার মহিলা সংগঠনকে চাঙ্গা করতে এবার আদা জল খেয়ে মাঠে নামার সুযোগ করে দিল জেলার নতুন সভাপতি শঙ্কর চক্রবর্তী। রবিবারের বিজেপির সাংগঠনিক সভায় জেলা সভাপতি আর ও বেশ কিছু সাংগঠনিক পরিবর্তন এনেছেন।নতুন হেলা সভাপতি ঐ দিন কালিয়াগঞ্জ ও রায়গঞ্জের শহর মন্ডল কমিটি ভেঙে দিয়ে যোগ্য নেতৃত্বের হাতে দুই ব্লকের নুতন মন্ডল কমিটির দায়িত্ব তুলে দেন।কালিয়াগঞ্জ শহর মন্ডল কমিটির সভাপতির দ্বায়িত্ব রানা প্রতাপ ঘোষকে অব্যাহতি দিয়ে তার স্থলে কালিয়াগঞ্জ শহর মন্ডল কমিটির সভাপতির দ্বায়িত্ব তুলে দেন কমল ব্যানার্জীর হাতে।
আপাতত রায়গঞ্জ শহর মন্ডল কমিটির সভাপতির পদের দায়িত্বে কাউকেই রাখা হয়নি।জানা যায় ইসলামপুর মহকুমার ৪নম্বর মন্ডল কমিটির সভাপতি রাজীব রাউৎকে সংগঠনের কাজ সঠিকভাবে না করার কারএইয়ানে তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।জানা যায় কালিয়াগঞ্জের রানা প্রতাপ ঘোষ ও রায়গঞ্জের অসীম চন্দকে জেলা কমিটিতে স্থান করে দেবার সাথে সাথে কালিয়াগঞ্জের বিধান সভার পালক রূপক রায়কেও জেলা কমিটিতে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যায়।উত্তর দিনাজপুর জেলার নব নির্বাচিত বিজেপি সভাপতি শঙ্কর চক্রবর্তী সাংবাদিকদের জানান এদিনের সাংগঠনিক সভায় ৪৬ জনকে নিয়ে নতুন উত্তর দিনাজপুর জেলা কমিটি গঠন করা হয়েছে।এই দিনের সভায় উপস্থিত ছিলেন বিজেপির উত্তর
আরও পড়ুন : দেশে চাকরিই তো নেইঃ গড়করি
দিনাজপুর জেলার বিদায়ী সভাপতি নির্মল দাম সহ জেলার বিশিষ্ট বিজেপি নেতৃত্বগন। জেলা সভাপতি শঙ্কর চক্রবর্তী বলেন তাকে যে আশা নিয়ে উত্তর দিনাজপুর জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।তাই কথা বেশী না বলে আসন্ন লোকসভা নির্বাচনে সেই কা জ করে দেখাতে হবে।ছিনিয়ে নিতে হবে কাজের মাধ্যমে রায়গঞ্জের লোকসভা আসনটি।তাই সমস্ত স্তরের কর্মীদের কাছে তার একটাই বার্তা আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আসন্ন লোকসভা নির্বাচনে শাসক তৃণমূল,বাম ও কংগ্রেস দলকে আমাদের কাজের ঐক্যের মধ্য দিয়ে যোগ্য জবাব দিয়ে আমরা যেন আমাদের লক্ষে পৌঁছাতে পারি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584