কোচবিহারের প্রাণ তোর্সা নদীতে দেখা গেল বিলুপ্তপ্রায় শুশুক, ভিড় স্থানীয়দের

0
62

মনিরুল হক, কোচবিহারঃ

ফের কয়েকবছর পর শুশুকের দেখা মিলল তোর্সায়। ঘটনাটি ঘটেছে কোচবিহারের কালীঘাট অঞ্চলের তোর্সা ঘাট এলাকায়। ওই ঘটনার খবর পেয়ে স্থানীয় মানুষ তোর্সা ঘাটে ভিড় জমাতে শুরু করেন।

dolphin | newsfront.co
নিজস্ব চিত্র

স্থানীয় বাসিন্দাদের দাবি,গতকাল বৃহস্পতিবার ও আজ সকালে তোর্সা নদীর বুকে মাঝে মধ্যেই ভেসে উঠছে শুশুক। আবার কিছুক্ষন বাদে এক সাথে বেশ কয়েকটা শুশুকের দেখাও পাওয়া যায়। ওই খবর সারা এলাকায় ছড়িয়ে পড়তেই স্থানীয় লোকজন ওই শুশুককে দেখতে তোর্সা নদীর ঘাটে ভিড় করছেন এখন।

প্রবীণদের মধ্যে শ্যাম বিশ্বাস জানান,এই শুশুক গুলি বহু বছর আগে প্রতিদিন দেখা যেত তোর্সায়। ছোটবেলায় একটা সময় ছিল যখন তোর্সার শুশুক দেখে ভয় লাগত। আকৃতি ছিল বিশাল। চোখের পলকে ভেসে উঠে মিলিয়ে যেত জলে।

dolphin | newsfront.co
নিজস্ব চিত্র

সেই শুশুক গুলিকে ফের আজ দেখতে পেয়ে খুবই ভাল লাগছে। কালীঘাট এলাকার বাসিন্দা রাজ রায় বলেন, “এভাবে বহু বছর বাদে তোর্সায় শুশুকের দেখা মিলল। আমি নিজেও বৃহস্পতিবার ও আজ সকালে কয়েকটি শুশুক দেখেছি। অনেকেই দেখেছেন।”এবিষয় নিয়ে কোচবিহারের পরিবেশপ্রেমীরাও উচ্ছ্বসিত। এক পরিবেশবিদ বলেন, “বর্তমানে তোর্সা নদী দূষণ কমেছে।

আরও পড়ুনঃ লকডাউনের মধ্যেই চালু হলো ইসলামপুর বাইপাসের কাজ

তাতেও নিরাপদ স্থান ছেড়ে স্বতঃস্ফূর্ত ভাবে শুশুকের দল উজানমুখী হয়েছে। আমি নিজেও একাধিক শুশুক এক ঝলক দেখেওছি।”

অন্য একটি পরিবেশপ্রেমী সংস্থার এক কর্তা জানান, “জয়গাঁ, হাসিমারা, সাঁতালি, পুন্ডিবাড়ি,ফাঁসিরঘাট,বলরামপুর, বালাভূত এলাকা জুড়ে ওই শুশুকরা রয়েছে। বছর কয়েক আগে এটা সমীক্ষা হয়েছে। এখন আর একটা পূর্ণাঙ্গ সমীক্ষা করা দরকার। তা হলে বিলুপ্তপ্রায় প্রাণীদের সংরক্ষণে সুবিধে হবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here