উদবাদলপুর খালে ডলফিন, উৎসাহ এলাকা জুড়ে

0
74

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

খালের জলে হঠাৎ করে উঠে এল এক মস্ত বড় ডলফিন। এই দেখে একদিকে যেমন উৎসাহ জেগেছে এলাকাবাসীর মধ্যে, অপরদিকে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার উদবাদলপুর খালে।

dolphin in river | newsfront.co
খালের জলে ডলফিন। নিজস্ব চিত্র

স্থানীয় গ্রামবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল নাগাদ পাশের খালে এক মস্ত বড় ডলফিনকে খেলতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে মস্ত বড় জ্বালা নিয়ে হাজির হয় এলাকার বিভিন্ন মৎস্যজীবীরা। কিন্তু ডলফিনের গতিবেগ প্রচন্ড হওয়ায় হাতে আসেনি ডলফিনটি।

dolphin in river | newsfront.co
উৎসাহী এলাকাবাসী। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ দুই বিডিওর নামে জারি ‘ক্লোজ অর্ডার’

এরপর বন দফতরকে খবর দেওয়া হলে, ঘটনাস্থলে ছুটে আসেন বন কর্মী-সহ ভগবানপুর থানার পুলিশ। চেষ্টা চালায় ডলফিনটিকে ধরার। কিন্তু রাত পেরিয়ে গেলেও হাতে আসেনি ডলফিনটি।

মৎস্যজীবীরা যাতে ডলফিনটিকে না ধরতে পারে তার জন্য এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী-সহ বন দফতর কর্মীদের। অন্যদিকে বন দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল থেকেই চেষ্টা করা হবে ওই মাছটিকে ধরবার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here