নিজস্ব সংবাদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
ডোম জাতির মেধা শিক্ষিত ভাই-বোনেদের বিনামূল্যে ফ্রি কোচিং ব্যবস্থা, সরকারি চাকরি, ডোম জাতির মানুষদের সামাজিক উন্নতির জন্য ডোম উন্নয়ন পর্ষদ গঠন করা সহ মোট ১০ দফা দাবির ভিত্তিতে এবার পথে নামল ডোম সমাজ।
পশ্চিম মেদিনীপুর জেলায় প্রায় ৫০ হাজার জনজাতি নিয়ে বসবাসকারী এই ডোম সমাজ অভিযোগ করেন দীর্ঘ ৭০ বছর ধরে তারা সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তাই তারা আজ পথে নামতে বাধ্য হয়েছে।
এই দিন মেদিনীপুর শহরে মিছিলের পাশাপাশি জেলাশাসককে ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন শতাধিক ডোম সমাজের সদস্যরা। দাবি তোলা হয় তাদের ১০ দফা দাবি অবিলম্বে পূরণ না হলে, আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।
আরও পড়ুনঃ রানীনগরে কৃষি কর্মশালায় রামকৃষ্ণ মিশনকে আর্থিক অনুদান পঞ্চায়েত সমিতির সভাপতির
সহদেব কালিন্দীর অভিযোগ, দীর্ঘ ৭০ বছর ধরেই তাদের দাবি-দাওয়া পূরণ করেনি সরকার। স্বীকৃতি না মেলায় তাদেরকে ঘৃণ্য চোখে দেখে এই সমাজ। তাই তাদের এই ১০ দফা দাবি অবিলম্বে পূরণ করতে হবে। না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584