ফেসবুকে রক্তের প্রয়োজনের কথা জেনে রক্ত দিতে এগিয়ে এলেন ডোমকলের বিশিষ্ট ব্যবসায়ী

0
81

সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ 

গ্রীষ্মের দাবদাহে অতিষ্ঠ মানুষ তারপর চলছে রমজান এই দুইয়ের মাঝে পড়ে রক্তের টান পড়েছে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংকে। এই পরিস্থিতিতে রক্ত পেতে অনিশ্চয়তার মধ্যে পড়ছেন অনেকেই। ডোমকল মিউনিসিপ্যালিটির ২০ নম্বর ওয়ার্ডের এক ছাত্রী যে ডায়মন্ড হারবার উওমেন ইউনিভার্সিটি তে পড়ে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে ছুটি নিয়ে চলে আসে। যাবতীয় চেক আপের পর জানা যায় তার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা নেমে গিয়েছে ৫ শতাংশে। ছাত্রীটিকে ভর্তি করা হয় সুপার স্পেশালিটি হাসপাতালে।

নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ বেলডাঙ্গা থানার এলাকায় হিজুলি মাঠপাড়ায় একটি বাড়ির দরজার পাশে ভয়াবহ বিস্ফোরণ

ডাক্তার পরামর্শ দেন রক্তের প্রয়োজন রক্ত দিতে হবে তাকে।  কোথাও রক্ত না পেয়ে ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম ফেসবুকের মাধ্যমে রক্তের আবেদন করেন এলাকাবাসীর কাছে। আর এই আবেদন দেখেই ডোমকলের বিশিষ্ট ব্যবসায়ী সমাজকর্মী খন্দকার ওমর ফারুক এগিয়ে আসেন এবং ইফতার সেরে পৌঁছে যান ব্লাড ব্যাংকে। রক্ত দিয়ে মুমূর্ষু রোগীকে সাহায্য করতে এগিয়ে আসেন তিনি।

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here