সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
৩০ দিন রোজার শেষে আজ খুশির ঈদ। কিন্তু ভোর থেকে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকায় প্রাকৃতিক দুর্যোগ নেমে আসে নেমে আসে অঝোর ধারে বৃষ্টি যার কারণে অনেক জায়গায় ঈদগাহ- এর বদলে মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় হয় । ডোমকল মহকুমার প্রাণকেন্দ্র রমনা, সেখানেও ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ প্রাকৃতিক দুর্যোগের কারণে নির্ধারিত সময় আটটার পরিবর্তে সকাল ৯ টা ৪৫ মিনিটে হয়।
নামাজের সময় উপস্থিত ছিলেন ডোমকল মহাকুমা আরক্ষা আধিকারিক ফারুক মোহাম্মদ চৌধুরী সহ এলাকার মুসলিম মুসলিম সম্প্রদায়ের মানুষজন। এদিন ফারুক মোহাম্মদ চৌধুরী বলেন এই খুশির ঈদে আমরা যেন মহকুমার সম্প্রীতি বজায় রাখতে পারি সেদিকে যেমন লক্ষ্য রাখবো, তেমনি ত্রিশটি রোজা করার পর আজকে এই খুশির দিনে আমরা বাইক সাবধানে চালাব যেন আমাদের সহ পথচারী কারোর প্রাণ সংশয় না ঘটে। নামাজ শেষে সকলের সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে ঈদের নামাজ শেষ হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584