সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলার ডোমকলের প্রাণকেন্দ্রে সূচনা হয়েছিল রবীন্দ্র নজরুল সদন তৈরির। বাম আমলে পাঁচবারের মন্ত্রী আনিসুর রহমানের ব্যবস্থাপনায় গড়ে উঠছিল এই ‘রবীন্দ্র- নজরুল সদন’। তবে সদন অসমাপ্ত থাকাকালেই ২০১১ সালে পরিবর্তন হয় রাজ্য সরকার ।
সেই অসমাপ্ত কাজ শেষ করবার জন্য আজকে রবীন্দ্র সদনের দায়িত্ব পৌরসভার হাতে হস্তান্তর করলেন বর্তমান সভাপতি এবং বিডিও। পৌরসভার বর্তমান চেয়ারম্যানের হাতে এই রবীন্দ্র সদনের দায়িত্বভার তুলে দেন তাঁরা। পৌরসভার চেয়ারম্যান তথা বিধায়ক বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবার জন্য বদ্ধপরিকর, জানিয়েছেনও সেকথা।
আরও পড়ুনঃ জলঙ্গী ১৪১ নং বিএসএফ ক্যাম্প এরিয়া থেকে উদ্ধার ১০ হাজার ইউএস ডলার
অতিসত্বর এই রবীন্দ্র নজরুল সদন চালু হোক ও সাংস্কৃতিক মনোজ্ঞ ব্যক্তিত্বরা তাঁদের সাংস্কৃতিক পীঠস্থান ফিরে পান এই তাঁর একমাত্র লক্ষ্য। ডোমকল মহাকুমায় প্রতিষ্ঠিত হোক সংস্কৃতির প্রাণকেন্দ্র, এই তাঁর কাম্য। রবীন্দ্র নজরুল সদন যাতে দ্রুত চালু করা যায় জন্য উঠে পড়ে লেগেছেন পৌরসভার চেয়ারম্যান ও বিধায়ক মাননীয় জাফিকুল ইসলাম। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় অতিসত্বর উন্মুক্ত হবে এই রবীন্দ্র নজরুল সদন এমনই আশা স্থানীয় বিশিষ্ট ও সাধারণ সব সংস্কৃতি মনস্ক ব্যক্তিদের। উল্লেখ্য, এর আগে অসমাপ্ত রবীন্দ্র-নজরুল সদনের বিষয়টি তুলে ধরা হয়েছিল নিউজ ফ্রন্টের খবরে, তার পরেই সদনের কাজ সম্পন্ন করার দায়িত্ব তুলে দেওয়া হলো পৌরসভার হাতে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584