ডোমকলে সকল সম্প্রদায়ের মনীষীদের নিয়ে ঐতিহাসিক সম্প্রীতি সভা এসডিপিওর

0
90

সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ

আজ ডোমকল এসডিপিও ফারুক মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বে মহকুমার সকল সম্প্রদায়ের মনীষীদের নিয়ে এক ঐতিহাসিক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়। মূলত এই সভার উদ্দেশ্য ভারত সেরা ডোমকল গড়ার স্বপ্ন নিয়ে।সম্প্রীতির বার্তা দিলেন এসডিপিও ফারুক মোহাম্মদ চৌধুরী। তিনি বলেন, সুন্দর সুষ্ঠভাবে হোলি ও সবেবরাত পালন হল কোনো দুর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনা ছাড়াই।

Domkal SDPO
নিজস্ব চিত্র

ডোমকল মহকুমা খাদ্য আধিকারিক মোঃ মুশির আহমেদ বলেন, গোটা বিশ্ব এখনও আতঙ্কের মধ্যে দিয়ে চলছে। করোনা মহামারী আমাদের অনেক দুর্বল করে দিয়েছে। আমরা যেই ধর্মের বা সম্প্রদায়ের হই না কেনো, আমরা মানব জাতি তাই আমাদের প্রত্যেকের কিছু না কিছু সমাজকে দেওয়ার দায়বদ্ধতা থেকেই যায়। সমর্থ অনুযায়ী অর্থ ,জ্ঞান ইত্যাদি ইত্যাদি।

নিজস্ব চিত্র

তারপরেও আমরা সমাজের কাছে আরো একটা জিনিস দিতে পারি, সেটা হলো শান্তির বার্তা। সেই বার্তা দেওয়ার জন্যই এসডিপিও ফারুক মোহাম্মদ চৌধুরী নিজ অফিস প্রাঙ্গনে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেন সমস্ত ধর্মের ধর্মগুরুদের নিয়ে।

আরও পড়ুনঃ কান্দি পৌরসভার নবনির্বাচিত পৌর প্রতিনিধিদের শপথ গ্রহণ

এদিন আরো এক মওলানা সাহেব বলেন, এসডিপিও ফারুক মোহাম্মদ চৌধুরী যে উদ্যোগ নিয়েছেন সেটা খুবই প্রশংসনীয়। এদিনের সম্প্রীতির সভায় ডোমকলের বিশিষ্ঠ ব্যক্তি গণ সহ বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা উপস্থিত ছিলেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here