করোনা সচেতনতার বার্তা দিতে রাস্তায় ডোমকল এসডিপিও

0
88

সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ

আজ ডোমকল বাসির উদ্দেশ্যে ডোমকল মহকুমা আরক্ষা আধিকারিক ফারুক মোহাম্মদ চৌধুরী উদ্যোগে থানা থেকে শুরু করে প্রায় তিন কিলোমিটার পথযাত্রার মধ্যে দিয়ে সাধারণ মানুষকে করোনা সচেতনতার বার্তা দেওয়া হয়। এর পাশাপাশি বাড়ির বাইরে বেরোলে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করা সহ সরকারি বিধিনিষেধকে মেনে চলার কথা মাইকিং করলেন এসডিপিও ফারুক মোহাম্মদ চৌধুরী।

corona campaign
মাইকিংয়ের মাধ্যমে করোনা সচেতনতার বার্তা। নিজস্ব চিত্র

এদিন এসডিপিও ফারুক মোহাম্মদ চৌধুরী জানান, যেখানে সেখানে অযথা ৫০ জনের বেশি জমায়েত করবেন না। করোনা বিধিনিষেধ নিয়ে প্রতিটি মানুষকে সজাগ হওয়ার আবেদন জানালেন প্রত্যেক ডোমকল মহকুমাবাসীর কাছে।

গত লকডাউনে এসডিপিও ফারুক মোহাম্মদ চৌধুরী প্রতিনিয়ত রাস্তায় বেরিয়ে সাধারণ মানুষের পাশে বিভিন্ন ভাবে দাড়িয়েছিলেন। গতকাল রাজ্য সরকারের পক্ষ থেকে করোনা বিধিনিষেধ হিসেবে বেশ কিছু প্রতিষ্ঠান ও দোকান বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়। সেই সব বিষয়ে সাধারন মানুষকে সতর্ক করার জন্য আবারও রাস্তায় দেখা গেলো এসডিপিও ফারুক মোহাম্মদ চৌধুরীকে, সঙ্গে ছিলেন ডোমকল থানার আইসি ও এসআই সন্দীপ দাস।

আরও পড়ুনঃ ওসিকে হুমকি! আদালতে আত্মসমর্পণ করলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here