ক্যাপিটল হিলে হামলার নিন্দা ট্রাম্পের

0
49

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

বিশ্বের প্রাচীনতম গণতান্ত্রিক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। আর সে দেশেই গণতন্ত্রের কালো দিন হয়ে থাকল ৬ জানুয়ারি। ওইদিন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের হামলা ও তাণ্ডবে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় মার্কিন সংসদ ভবন ক্যাপিটল হিল।

Donald Trump | newsfront.co
ফাইল চিত্র

পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ, গুলি বিনিময়ে চারজনের মৃত্যু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ন্যাশনাল গার্ড নামাতে হয়। ঘটনার ২৪ ঘণ্টা পর ক্যাপিটল হিলে হামলার ঘটনার নিন্দা করে ভিডিও বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি জানান, নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বিডেনকে আগামী ২০ জানুয়ারি ক্ষমতা হস্তান্তর করবেন তিনি।

বৃহস্পতিবার রাতে একটি ভিডিও বার্তা টুইট করেন ট্রাম্প। ওই ভিডিও বার্তায় তিনি বলেছেন, “যারা ক্যাপিটল হিলে হামলা চালিয়েছে তারা আমেরিকার গণতন্ত্রকে কলঙ্কিত করেছে। যারা হিংসা-তাণ্ডব চালিয়েছে তারা দেশের প্রতিনিধিত্ব করে না। যারা আইন ভেঙেছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে।“

আরও পড়ুনঃ ৪৬তম রাষ্ট্রপতি হিসাবে জো বিডেনকে অনুমোদন মার্কিন কংগ্রেসের

তিনি এই ভিডিও বার্তা পোস্ট করার আগেই মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা, হোয়াইট হাউসের প্রতিনিধিরা, ব্যবসায়ী মহল থেকে শুরু করে এমনকী ওয়াল স্ট্রিট জার্নালের সম্পাদকীয়তেও ট্রাম্পের অপসারণের দাবি তোলা হয়েছে। হামলায় উস্কানি দেওয়ার প্রত্যক্ষ অভিযোগে তাঁকে দ্রুত রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করার জন্য মার্কিন কংগ্রেস সদস্যরাও বৈঠক করেছেন।

আরও পড়ুনঃ ‘সুন্দর এবং দেখার মতো এক দৃশ্য’- উনিশের মার্কিন কটাক্ষ একুশে ফিরিয়ে দিল চিন

বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় নিজের অনুগামীদের উদ্দেশ্যে ট্রাম্পের বার্তা ছিল, চুরি আটকাও! এরপরই মার্কিন সেনেটে ইলেক্টোরাল কলেজ ভোটের গণনার নিরিখে বিডেনকে পরবর্তী রাষ্ট্রপতির ঘোষণার সময়ই ক্যাপিটল হিলে হামলা চালায় ট্রাম্প সমর্থকরা।

পুলিশের ব্যারিকেড ভেঙে, ভবনে ভাঙচুর, অগ্নিসংযোগ করে ট্রাম্পের অনুগামীরা। তখন আবার ভোটে কারচুপির অভিযোগ তুলে সমর্থকদের হিংসায় উস্কানি দেন ট্রাম্প। নিজের ভুল বুঝতে পেরে বৃহস্পতিবার ট্রাম্প শান্তি বজায় রাখার বার্তা দেন। আর জানান, বিডেনকে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন এবং তা পূর্ব নির্ধারিত ২০ জানুয়ারিই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here