নিজেদের অবস্থানে অনড় দু’পক্ষই, কেন্দ্র-কৃষক বৈঠকে সমাধানসূত্র ঘিরে সংশয় আজও

0
50

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

কেন্দ্র ও বিক্ষোভকারী কৃষকরা উভয় পক্ষই অনড় নিজেদের অবস্থানে। ষষ্ঠ দফার বৈঠকে কিছুটা আশার ইঙ্গিত থাকলেও, সপ্তম দফার আলোচনায় ফের জটিল হয় পরিস্থিতি। এই পরিস্থিতিতে আজকের অষ্টম দফার বৈঠকে বসছেন কেন্দ্র-কৃষক ইউনিয়ন প্রতিনিধিরা। এই বৈঠকেও আদৌ কোনো সমাধান সূত্র মিলবে কিনা তা নিয়ে সংশয় সকলেই।

Singhu Farmers protest | newsfront.co

আন্দোলনরত কৃষকদের স্পষ্ট দাবি কেন্দ্রকে নয়া তিনটি কৃষি আইন বাতিল করতে হবে, একই সঙ্গে কেন্দ্র আরও একবার স্পষ্ট করে দিয়েছে, আইন বাতিলের প্রশ্নই ওঠে না। কৃষকদের অন্য যে কোনও প্রস্তাব বিবেচনা করতে রাজি। দু’ পক্ষের এই অনড় অবস্থানে আজ অষ্টম দফার বৈঠক আদৌ ফলপ্রসূ হয় কিনা তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

যদিও এ দিন বৈঠকে যোগ দেওয়ার আগে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী আশা প্রকাশ করে বলেছেন, “আশা করব সুস্থ পরিবেশে আলোচনা হবে ও সমাধান সূত্রে মিলবে, এই উদ্যোগ নিয়ে উভয় পক্ষই পদক্ষেপ করবে বলে মনে করছি।“

আরও পড়ুনঃ ভেস্তে গেল বাম-কংগ্রেস আসন সমঝোতার প্রথম বৈঠক

বৈঠকের আগে কেন্দ্রের উপর চাপ বাড়াতে বৃহস্পতিবার দিল্লির রাস্তায় ট্র্যাক্টর র‍্যালিও করেছেন কৃষকরা। কেন্দ্রের উদ্দেশ্যে আন্দোলনরত কৃষকদের হুঁশিয়ারি, বৃহস্পতিবারের র‍্যালি ছিল শুধুই মহড়া, দাবি না মিটলে ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে রাজধানীর রাজপথে হবে ট্র্যাক্টর র‍্যালি।

আরও পড়ুনঃ নতুন বছরেও জিডিপি নিম্নমুখী হওয়ার পূর্বাভাস, আশা শুধু কৃষিতে

গত বুধবারই কৃষক সংগঠনগুলোর সঙ্গে কেন্দ্রের ষষ্ঠ রাউন্ডের বৈঠক হয়েছিল। সেখানে কৃষকদের চারটির মধ্যে দু’টি দাবি মেনে নেওয়া হয়েছিল বলে জানিয়েছিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। মেনে নেওয়া হয়েছিল কৃষকদের বিদ্যুৎ সংশোধনী বিল প্রত্যাহার ও ফসলের অবশিষ্টাংশ পোড়ানো নিয়ে এয়ার কোয়ালিটি অর্ডিন্যান্সের কয়েকটি ধারা।

কিন্তু প্রতিবাদী কৃষকদের প্রধান দু’টি দাবি হচ্ছে নয়া তিন কৃষি আইন প্রত্যাহারও ফসলের ন্যূনতম মূ্ল্যের আইনি স্বীকৃতির দাবি। এই দু’টি দাবি নিয়েই গত এক মাসেরও বেশি সময় কয়েক দফা আলোচনায় সরকার ও কৃষক সংগঠনগুলোর মধ্যে কোনও সমঝোতা হয়নি, কাজেই অষ্টম দফার বৈঠকও যে কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here