নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
করোনা পরিস্থিতির কারণে ৩১ মার্চ পর্যন্ত এইচ-১বি ভিসা সংক্রান্ত সব কাজ বন্ধ থাকবে বলে আগেই জানিয়েছিলো মার্কিন প্রশাসন। এবার তা কার্যকর করা হল। ‘ওয়ার্ক ভিসা’ এবং ‘ইমিগ্রান্ট ভিসা’-সহ বেশ কিছু ভিসার মেয়াদ আগামী ৩ মাস পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
করোনা আবহে জুন মাস থেকে আমেরিকায় কাজের পরিস্থিতি অত্যন্ত খারাপ, বাড়ছে বেকারত্ব। দেশের সামগ্রিক আর্থিক পরিস্থিতির কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেন ট্রাম্প। এই কারণে গত জুন মাসে এইচ-১বি, এইচ-২বি ভিসায় এ বছর ৩১ মার্চ পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করার নির্দেশ দেন ট্রাম্প প্রশাসন। প্রয়োজনে নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়তে পারে বলে তখনই জানানো হয়।
আরও পড়ুনঃ করোনার নতুন স্ট্রেন চিনেও, বন্ধ ব্রিটেন থেকে আসা সব উড়ান
পূর্ব পরিকল্পিত সেই নিষেধাজ্ঞার মেয়াদই আরও বাড়ানো হল। এই নির্দেশের ফলে বহু ভারতীয় যাঁরা এইচ-১বি, এইচ-২বি-সহ বেশ কিছু অস্থায়ী ভিসার আবেদন করেছিলেন, তাঁরা ব্যাপক সমস্যার মুখে পড়লেন।
বিশেষজ্ঞদের মতে, বহু বিদেশিকর্মী বিশেষ করে ভারত থেকে তথ্যপ্রযুক্তি সংস্থার বহু কর্মীকে অন সাইট কাজ করতে আমেরিকায় যেতে হয়। এই নিষেধাজ্ঞার ফলে তাঁরা যেমন সমস্যায় পড়বেন, তেমনই বহু সংস্থাও পড়বে কর্মী সংকটে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584