ক্রিসমাস অনুষ্ঠানে আরও চার বছর হোয়াইট হাউসে কাটানোর ইচ্ছা প্রকাশ ট্রাম্পের

0
90

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

donald trump | newsfront.co
ডোনাল্ড ট্রাম্প- ফাইল চিত্র

রাষ্ট্রপতি হওয়ার পর থেকে নানা কারণে আলোচনায় এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার সদ্য অনুষ্ঠিত হওয়া নির্বাচনে নিশ্চিত পরাজয়ের পরও হার মানতে চাননি তিনি। ভোটের ঘোষিত ফলের বিরুদ্ধে একের পর এক আদালতে ঘুরেছেন ট্রাম্পের আইনজীবীরা। কোনোকিছুতেই সুবিধে করতে না পেরে এবার সরাসরি নিজের ইচ্ছার কথা জানিয়ে ট্রাম্প বলেছেন যে, আরও চার বছর হোয়াইটে হাউসে থাকতে চান তিনি।

আসন্ন ক্রিসমাস উপলক্ষে হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি সরাসরি নিজের এই ইচ্ছা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ সত্যের বিকৃতি মালব্যের পোস্টে, ‘ম্যানিপুলেটেড মিডিয়া’ তকমা টুইটারের

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, বড়দিনের অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প আরও চার বছর হোয়াইট হাউসে থাকার ইচ্ছার কথা জানিয়েছেন।এই চার বছর ২০২১ থেকে কিংবা ২০২৫ থেকে শুরু হতে পারে বলে জানান তিনি। অনুষ্ঠানে তিনি বলেন, অসাধারণ চারটি বছর গেছে। তাঁরা আরও চার বছরের জন্য চেষ্টা করে যাচ্ছেন। এখন যদি নাও হয় চার বছর পর সেখানে তিনি ফিরে আসবেন।

যথারীতি নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তোলেন ট্রাম্প, দাবি করেন, আসলে তিনিই নির্বাচনে জয়ী হয়েছেন।

আরও পড়ুনঃ সাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসাবে ভারতে আসতে চলেছেন বরিস জনসন

ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, ডেমোক্র্যাটরা তা পছন্দ করেনি। তাঁর লিগ্যাল টিমের সঙ্গে একটি ভুয়ো আইনি লড়াই হয়েছে যা অত্যন্ত হতাশাজনক, আমেরিকার জনগণ নিশ্চয় তা মনে রাখবেন।

ডোনাল্ড ট্রাম্প-এর এইসব যাবতীয় হতাশার মধ্যেই ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে সরকার গঠন প্রক্রিয়া শুরু করতে অর্থ ছাড়ও দেওয়া হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here