প্রতিবেশির মুরগির ফার্মে ঠাঁই দুই সম্প্রদায়ের তিন শ্রমিকের

0
36

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

বাড়িতে স্ত্রী পরিবার নিয়েই থাকার ঘর নেই। হোম কোয়ারেন্টাইনতো অনেক দূর। আর সেই কারণে প্রতিবেশির মুরগির ফার্মে আশ্রয় নিলেন তিন শ্রমিক।

farms | newsfront.co
ঠাঁই যখন মুরগির ফার্মে। নিজস্ব চিত্র

দুই সম্প্রদায়ের তিন শ্রমিক একই মুরগির ফার্মে তিন দিন থেকে রয়েছেন। আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের পশ্চিম চেপানি গ্রামের এই দৃশ্যে অনেকেরই চোখে জল আসবে। চরম সংকটে সাম্প্রদায়িক সম্প্রীতির এই নজীরও উদাহরণ যোগ্য বলে মনে করছে বিভিন্ন মহল।

farms | newsfront.co
নিজস্ব চিত্র

জানা গিয়েছে কেরালা থেকে ফেরা তিন শ্রমিককে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য দফতর। কিন্তু ওই তিন শ্রমিকের বাড়িতে হোম কোয়ারেন্টাইন করার মত ব্যবস্থা নেই। তাই গ্রামের ফাঁকা জায়গায় থাকা প্রতিবেশির এক মুরগির ফার্মে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকবেন বলে ঠিক হয়েছে।

আরও পড়ুনঃ বর্ষায় জলমগ্ন হওয়া আলিপুরদুয়ার পুরসভার বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন আধিকারিকদের

গ্রাম পঞ্চায়েত সদস্য এবং গ্রামবাসীরা মিলে এই সিদ্ধান্ত নিয়ে তাদের ওই মুরগির ফার্মে রেখেছেন। পঞ্চায়েত এবং গ্রামবাসীরা মিলে তাদের দেখাশোনা করছেন।

তারাই চাল ডাল তেল নুন সবজি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে এনে দিচ্ছেন। ওই তিন শ্রমিক সেখানে উনুন বানিয়ে রান্না করে খাচ্ছেন। এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য বিজয় দেবনাথ বলেন, “ব্লক প্রশাসন ভিনরাজ্য থেকে ফেরা তিন শ্রমিকের কোয়ারেন্টাইন কেন্দ্রে রাখার মত ব্যবস্থা করতে পারেনি।

এভাবে তিন শ্রমিককে মুরগির ফার্মে রাখা অন্যায় হচ্ছে জানি, কিন্তু বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। ওদের যাতে কোন অসুবিধা না হয় সেটা দেখা হবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here