বদরুল আলম, বাঁকুড়া:
ডাক্তাররা নাকি অসুর- এই অপমান জনক কটূক্তি দূর্গা পুজোর থিম ও হয়েছিল। ক্ষোভে ফেটে পড়েছিলেন ডাক্তাররা। এর ই মাঝে চলে গেলেন বাঁকুড়া শহরের একসময়ের জনপ্রিয় অস্থিরোগ বিশেষজ্ঞ ডাঃ দেবপ্রসাদ কর । মত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর । পরিবারের লোকেরা এদিন তাঁর নশ্বর দেহটি ‘ব্লাড রিলেশন’ সংস্থার এর সহায়তায় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে দান করেন ।
গত একবছর আগেই ডাঃ কর মরনোত্তর দেহদানে ইচ্ছাপ্রকাশ করেন এবং তিনি ও তাঁর স্ত্রী মরনোত্তর দেহদানে অঙ্গীকারবদ্ধ হন ।
তিনি দীর্ঘবছর বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে অস্থিরোগ বিভাগের চিকিৎসক হিসেবে যুক্ত ছিলেন । বাড়ি থেকে তিন কিলোমিটার দূরের কর্মক্ষেত্রে যেতেন সাইকেলে চেপে ।
অতি সরল জীবনযাত্রায় অভ্যস্ত এই মানুষটি যাবার আগে যেন আবার মনে করিয়ে দিলেন ‘ব্লাড রিলেশন’ সংস্থার এর দৃপ্ত স্লোগান- “বেঁচে থাকতে রক্তদান, মৃত্যুর পর দেহ দান”। ‘ব্লাড রিলেশন’ সংস্থার সদস্যদের আশা , ওনার আদর্শ আগামী দিনে আরও অনেকের আদর্শে পরিণত হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584