নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
খোদ বিজেপির বিরুদ্ধেই দেশদ্রোহের অভিযোগ। আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ ও ১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণে অভিযুক্ত ইকবাল মেমন ওরফে ইকবাল মিরচির সঙ্গে জড়িত তিনটি সংস্থার কাছে বিপুল অঙ্কের চাঁদা নেওয়ার ঘটনা সামনে উঠে এসেছে।
২০১৪ সালে কেন্দ্রে মোদি সরকার ক্ষমতায় আসার পর মুম্বাই বিস্ফোরণে অভিযুক্ত ইকবাল মিরচির সঙ্গে জড়িত তিনটি সংস্থা ‘আরকেডাব্লিউ ডেভেলপার্স’, ‘দর্শন ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড’ এবং ‘সানব্লিঙ্ক রিয়াল এস্টেট’। বিজেপিকে যথাক্রমে ১০ কোটি ৭.৫ কোটি ও ২ কোটি টাকা চাঁদা দিয়েছে বলে সংবাদসংস্থা ‘দ্যা ওয়ার’ সূত্রে জানা গেছে।
এই তিনটি সংস্থাই সন্ত্রাসবাদে টাকা জোগানোর অভিযোগ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দ্বারা অভিযুক্ত। ‘আরকেডাব্লিউ ডেভেলপার্স’ দিয়েছে ১০ কোটি। এই সংস্থার প্রাক্তন ডিরেক্টর রঞ্জিত বিন্দ্রা যাকে বিভিন্ন দৈনিকে ইকবাল মিরচির এজেন্ট হিসেবে তুলে ধরেছে, তাকে ইডি ইতিমধ্যেই গ্ৰেফতারও করেছে।
আরও পড়ুনঃ খড়্গপুর বিধানসভা উপ-নির্বাচনের শেষ প্রচার আজ
ইডি দ্বারা মিরচির সম্পত্তি কেনার অভিযোগে অভিযুক্ত আরেক কোম্পানি ‘সানব্লিংক রিয়াল এস্টেট’ও বিজেপিকে ২ কোটি টাকা চাঁদা দিয়েছে।
শুধু তাই নয় ‘আরকেডাব্লিউ’ ও ‘দর্শন ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড’এর আরেক ডিরেক্টর প্লাসিড জেকব নারোনহার বিরুদ্ধেও ইডি অনুসন্ধান চালাচ্ছে বলে সংবাদ সংস্থা ইন্ডিয়া টুডে সূত্রে জানা গেছে। ২০১৬-১৭ ভোটে নির্বাচনী বন্ডে বিজেপি স্বীকার করেছে যে এই ‘দর্শন ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড’এর কাছ থেকে তারা চাঁদা হিসেবে ৭.৫ কোটি টাকা নিয়েছে।
আরও পড়ুনঃ ডোমকল এসডিও অফিস-গার্লস কলেজ চত্বরে জারি ১৪৪ ধারা
ইডি অভিযোগ করেছে যে ‘আর কে ডাব্লিউ ডেভেলপার্স’ ইকবাল মিরচির সম্পত্তি বিক্রি করতে সহায়তা করেছে, যেখানে বিন্দ্রা ৩০ কোটি টাকা কমিশন নিয়েছে। এই তদন্তকারী সংস্থা শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রাকেউ ‘আর কে ডাব্লিউ ডেভেলপার্স’ এর সঙ্গে যুক্ত থাকায় কিছুদিন আগে ডেকে পাঠিয়েছিল।
মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের সময় এই ইকবাল মিরচি কেস প্রায় প্রত্যেকটি দৈনিকের প্রতিদিনের হেডলাইন হিসাবে ছিল। সবথেকে হৈচৈ হয়েছিল যখন এনসিপি নেতা প্রফুল্ল প্যাটেলকে ইডি ‘আরকেডাব্লিউ ডেভেলপার্স’ ও সানব্লিংকের সঙ্গে যুক্ত থাকা ও তাঁর ভূমিকা নিয়ে জিজ্ঞাসাবাদ করে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584