নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
গোটা বিশ্বে দাপট দেখিয়ে করোনা থাবা এবারে ভারতে। বাদ নেই বাংলাও। আর এই মহামারি করোনা ভাইরাসের মোকাবিলায় কোমর বেঁধে যুদ্ধকালীন তৎপরতায় হাতে হাত মিলিয়ে কাজ করে চলেছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার। তবে মহামারি রোখা কোনো একটি সরকারের একার পক্ষে সম্ভব নয়। দরকার সম্মিলিত প্রচেষ্টা ও সর্বস্তরের সহোযোগিতা।
আরও পড়ুনঃ নেই আলাদা শৌচাগার, কোয়ারেণ্টাইনে থাকা ব্যক্তিরা অসহায়, উদ্বেগ স্বাস্থ্য দফতরের
তাই সকল স্তরের মানুষ নিজেদের সাধ্যমতো দান করছেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। মহিষাদল প্রেস কর্নারের পক্ষ থেকে জেলা শাসক শ্রীপার্থ ঘোষ-এর মাধ্যমে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় এদিন। প্রেস কর্নারের তরফ থেকে সকলকে এগিয়ে আসার বার্তাও দেয়া হয়।
করজোড়ে এও অনুরোধ রাখা হয় তাদের পক্ষ্য থেকে, অতি প্রয়োজন না হলে বাড়ি থেকে না বেরোনোর। আর এতেই আপ্লুত হয়েছে জেলা প্রশাসন থেকে ব্লক প্রশাসনের সকল স্তরের আধিকারিকেরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584