তিন হাজার শ্রমিককে সামাজিক সুরক্ষা যোজনায় অনুদান মুর্শিদাবাদে

0
61

রিচা দত্ত, মুর্শিদাবাদঃ

বহরমপুরে সপ্তমবর্ষ শ্রমিক মেলা অনুষ্ঠিত হলো বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে।  মঙ্গলবার দুপুরে পশ্চিমবঙ্গ সরকারের শ্রমদফতরের উদ্যোগে আয়োজিত শ্রমিক মেলা ২০২০-র উদ্বোধন করেন শ্রম দফতরের প্রতিমন্ত্রী জাকির হোসেন।

donation to three thousand labour in murshidabad | newsfront.co
উদ্বোধন। নিজস্ব চিত্র

শ্রম বিভাগের উদ্যোগে সকল শ্রেণীর অসংগঠিত শ্রমিকদের বিভিন্ন সামাজিক সুরক্ষা বলয়ে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে  সারা রাজ্য  ব্যাপী সামাজিক সুরক্ষা মাস (জানুয়ারি ২০২০)। উদযাপনের অঙ্গ হিসাবে শুরু হল বহরমপুর শ্রমিক মেলা। ৭ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা।

আরও পড়ুনঃ এলাকার কন্যা ঐশীর পাশে দুর্গাপুর

jakir hossain | newsfront.co
জাকির হোসেন, শ্রম প্রতিমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার। নিজস্ব চিত্র

মঙ্গলবার ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলন করে উদ্বোধন করেন শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী জাকির হোসেন। পাশাপাশি এই দিন জেলা লেবার ডিপার্টমেন্ট অফিসের সামনে থেকে একটি অভিনব  ট্যাবলো গাড়ি ও  ড্রিল প্রদর্শনী মাধ্যমে বহরমপুর শহর পরিক্রমা করে শ্রমিক মেলা  উদ্দেশ্যে।

আরও পড়ুনঃ এবিটিএ’র উদ্যোগে বিনামূল্যে মক টেস্ট

donation to three thousand labour in murshidabad | newsfront.co
নিজস্ব চিত্র

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  জেলাশাসক জগদীশ প্রসাদ মীনা। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান। রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী । রাজ্যের ডেপুটি লেবার কমিশনার রিজওয়ানুল রহমান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এই মেলাতে বিভিন্ন দপ্তরের ২৩টি স্টল রয়েছে। এইদিন মঞ্চ থেকে সামাজিক সুরক্ষা যোজনা অন্তর্ভুক্ত শ্রমিকদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন মন্ত্রী জাকির হোসেন। এই জেলাতে প্রায় তিন হাজার ব্যক্তিকে ২৮ কোটি অর্থ দেওয়া হবে এই শ্রমিকদের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here