মোহনা বিশ্বাস, কলকাতাঃ
করোনার প্রকোপে স্তব্ধ জনজীবন। অনাহারে দিন কাটাচ্ছেন রাজ্যের বহু মানুষ। রাজ্যের এই সংকটের সময় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তেহট্টের বাসিন্দা সুকান্ত মন্ডল। বর্তমানে কলকাতা পৌরসভার ডেপুটি লাইসেন্স অফিসার সুকান্ত। করোনা মোকাবিলায় অসহায় মানুষগুলিকে সাহায্য করতে শুক্রবার রাজ্যসরকারের ত্রাণ তহবিলে ২১ হাজার টাকা দান করলেন তিনি।
আরও পড়ুনঃ সরকারি বারণ সত্ত্বেও বাজারে হুড়োহুড়ি মানুষের, সুযোগ বুঝে শুরু কালোবাজারি
পারিবারিক ব্যবসায় যা উপার্জন হয় তা থেকেই কিছু অর্থ প্রদান করলেন নদীয়ার সুকান্ত। এর আগেও ছাত্রাবস্থায় বহুবার এভাবেই মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। প্রত্যেকটি মানুষ যদি এভাবেই একে অপরের পাশে দাঁড়ায়। তাহলে দেশবাসী করোনার মত মারণ ভাইরাসকে নিশ্চিতভাবে যুদ্ধে পরাজয় করতে পারবে। শুধু সাবধানতার প্রয়োজন। নিজেকে সুস্থ রাখতে ঘরবন্দিই একমাত্র পথ আর এই সময় অবশ্যই উচিত নিজেকে পরিষ্কার রাখা। ঐক্যবদ্ধ হয়ে লড়াই করলে ভারতবাসী বিপদমুক্ত হবেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584