কার্ত্তিক গুহ,ঝাড়গ্রামঃ
ব্যক্তির উপরে রাগ করে সরকারের ওপর রাগ করবেন না ঝাড়গ্রামের কুমদকুমারী স্কুলের মাঠে ঝাড়গ্রাম জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহন করতে এসে একথা বললেন শিক্ষা মন্ত্রী পার্থ চ্যাটার্জী।
শিক্ষা মন্ত্রীর বক্তব্যঃ
তিনি আরো বলেন কোথাও আসুবিধা হলে আমাদের জানান আমরা অপনাদের পাশে থাকব। জঙ্গলমহলকে নতুন করে অশান্ত করবার লক্ষ্যে যারা কাজ করছে তাদেরকে সমবেত ভাবে শান্তি ও গনতান্ত্রিক পক্রিয়ায় প্রতিহত করুন।
ঝাড়গ্রাম জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৮ এর শুভ উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডঃ পার্থ চট্টোপাধ্যায়।দুই দিন ধরে চলবে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।ঝাড়গ্রাম জেলার প্রাথমিক,নিম্ন বুনিযাদী বিদ্যালয়,মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের ছাত্র ছাত্রী বৃন্দ এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহন করে।
শিক্ষামন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি শ্রীমতী মাধবী, বিশ্বাস,জেলা সহ সভাধিপতি মধুসূদন সরেন,জেলাশাষক আয়েষা রানি.এ, পৈর প্রধান শিবেন্দ্র বিজয় মল্লদেব,সহ ঝাড়গ্রাম,বিনপুর ,গোপিবল্লভপুর ও নয়াগ্রামের বিধায়ক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584