নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
ডুয়ার্সে হাতি মানুষের সংঘাত ক্রমশ বৃদ্ধি পাচ্ছে । প্রতিনিয়ত ডুয়ার্সের কোথাও না কোথাও হাতির হানার ঘটনা সামনে আসছে । বুনো হাতির হানায় রীতিমতো আতঙ্কিত ডুয়ার্সের বিভিন্ন এলাকার বাসিন্দারা । প্রায় প্রতিনিয়ত জঙ্গল থেকে বেরিয়ে বুনো হাতি লোকালয়ে প্রবেশ করে তাণ্ডব চালাচ্ছে ।
এতদিন অন্ধকার হতেই বুনো হাতি গ্ৰামে প্রবেশ করতো, কিন্তু বর্তমান সময়ে সকাল হবার আগেই বুনো হাতি জঙ্গলে প্রবেশ করতো কিন্ত ইদানিং কালে লক্ষ্য করা যাচ্ছে দিনের আলোতে গ্ৰামে হানা দিচ্ছে হাতির দল । শনিবার ভোরে একটি বুনো হাতি জলদাপাড়া জঙ্গল থেকে বেরিয়ে মাদারিহাট মেঘ নাথ সাহা নগরে প্রবেশ করে, তাণ্ডব চালাতে থাকে ।
সকালে এলাকার বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে হাতির মুখোমুখি হয়ে পড়ে যদিও ভাগ্য জোরে প্রাণে বেঁচে যায় সবাই। বেলা বাড়ার সাথে সাথে হাতিটি জঙ্গলে প্রবেশ করে। তবুও যথেষ্ট আতঙ্কে রয়েছে এলাকার বাসিন্দাদের মনে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584