নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
রবিবার থেকে আলিপুরদুয়ার শহরের প্যারেড গ্রাউন্ডে শুরু হয়েছে ১৬ তম বিশ্ব ডুয়ার্স উৎসব। এই উৎসব উপলক্ষে পর্যটকদের বিভিন্ন দলে ভাগ করে ডুয়ার্সে ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে।

ডুয়ার্স উৎসবের ট্যুরিজম সাব কমিটির সদস্য বিপ্লব দে সরকার, বিদ্যুৎ বিশ্বাস, রাজ নূনিয়া-সহ বেশ কয়েকজন পর্যটন প্রেমী এই ট্যুর পরিচালনা করছে। সঙ্গে সঙ্গে তাবু টাঙিয়ে পর্যটন ধারার প্রচার চালানো হচ্ছে।
আরও পড়ুনঃ মেদিনীপুর সমন্বয় সংস্থার কার্যকরী কমিটি গঠন
ডুয়ার্স উৎসব কমিটির সাধারণ সম্পাদক সৌরভ চক্রবর্তী বলেন, “ডুয়ার্সের অন্যতম সম্পদ পর্যটন। এই পর্যটনকে হাতিয়ার করেই গোটা ডুয়ার্সের অর্থনীতি চাঙ্গা হতে পারে। সেই কারনেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”
ইতিমধ্যেই ডুয়ার্স উৎসবের মাঠে ট্যুরিজম সাব কমিটি পর্যটনের তাবু প্রদর্শন করে এই টেন্ট ট্যুরিজমের প্রচার চালাচ্ছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584