নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
৩ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল উজ্জ্বল বসু পরিচালিত বাংলা ছবি ‘দুধপিঠের গাছ’-এর। এরপর করোনার কারণে দেশজুড়ে কোভিড পরিস্থিতির মোকাবিলা করার জন্য সরকারি নির্দেশানুসারে সম্পূর্ণ লকডাউন চালু হয়। প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে যাওয়ায় ছবিটির মুক্তি স্থগিত রাখা হয়। সেই প্রতীক্ষিত ছবি এবার মুক্তির পথে। আগামী ২১ অক্টোবর মুক্তি পেতে চলেছে ‘দুধপিঠের গাছ’।
আরও পড়ুনঃ শরতে শুনুন ‘শরৎ রবির আলো’
পরিচালক জানান, “ছবিটিতে বর্ণিত হয়েছে একটি সহজ গল্প যা একটি শিশুর স্বপ্নকে ঘিরে আবর্তিত হয়েছে। দীর্ঘ সময়ের বিধিনিষেধের বেড়াজালে আবদ্ধ থাকা সিনেমাপ্রেমী মানুষদের
সেই গল্প প্রেক্ষাগৃহে টেনে আনবে বলেই আমাদের বিশ্বাস।”
আরও পড়ুনঃ পুজোর গানঃ একঝাঁক শিল্পীর কণ্ঠে পুজোর নিবেদন ‘এসো দুর্গা’
গল্প আবর্তিত হয়েছে সাত বছর বয়সি গোরা নামে একটি ছেলেকে কেন্দ্রে রেখে। সে তার বাকশক্তির প্রতিবন্ধকতার জন্য ভাল করে কথা বলতে পারে না। সে পিঠে খেতে ভালোবাসে। তার মনে হয় আম, জাম, কাঁঠালের মতো পিঠেও গাছে ফলে। তাই সে মাটিতে পিঠে পুঁতে রাখে। এরপর সে অপেক্ষা করে পিঠে গাছের জন্য। স্বপ্নে সে পিঠের গাছের হদিস পায়। ঘর ছেড়ে বেরিয়ে পড়ে সে। তারপর? জানতে হলে আর মাত্র কদিনের অপেক্ষা।
আরও পড়ুনঃ জানেন কি?
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, দামিনী বেনি বসু, কৌশিক রায়, শিবানি মাইতি, হর্সিল দাস, রিয়া দাস, দেবাঙ্গণা গণ প্রমুখ।
ক্যামেরায় শান্তনু ব্যানার্জি। সম্পাদনায় অনির্বাণ মাইতি। সঙ্গীত এবং আবহে জয় সরকার। উজ্জ্বল বসুর কাহিনি এবং পরিচালনায় ‘এ সি এল মুভিজ’-এর ব্যানারে পায়েল চক্রবর্তী ভট্টাচার্যের প্রযোজনায় ২১ অক্টোবর মুক্তি পাবে এই ছবি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584