পূর্বস্থলীতে বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা শুরু, চলছে স্যানিটাইজেশন

0
32

শ্যামল রায়, কালনাঃ

পূর্বস্থলী ২ নম্বর ব্লকের পিলা গ্রাম পঞ্চায়েতের হামিদপুরে করোনা পজিটিভ ধরা পড়ায় মঙ্গলবার দমকল কর্মীরা জীবাণুমুক্ত করার কাজ শুরু করল। সেই সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করার কাজও শুরু হল। এদিন বাবুইডাঙ্গা থেকে দুজনকে বর্ধমান কেমব্রিজ হাসপাতালে পাঠানো হল।

corona virus | newsfront.co
প্রতীকী চিত্র

এদিন স্থানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমিক বাগচী জানিয়েছেন, ‘আজ থেকে আমাদের আশা কর্মীরা ওই এলাকায় বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরীক্ষার কাজ শুরু করেছে। কারোর কোন সমস্যা হচ্ছে কিনা তালিকাভুক্ত করা হচ্ছে। এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। হোম ডেলিভারির কাজ শুরু হয়ে গিয়েছে। এলাকা থেকে কেউ বাইরে যেতে পারবেন না। তাদের যাবতীয় কাজ আমাদের পুলিশ এবং সিভিক পুলিশরা করছেন।’

আরও পড়ুনঃ মালদহে আরো ৪টি কোভিড হাসপাতাল করার সিদ্ধান্ত

জানা গেছে, পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানার হামিদপুর গ্রামের এক পরিযায়ী শ্রমিকের লালারস পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। পরীক্ষার রিপোর্ট  শুক্রবার আসার সঙ্গে সঙ্গে তাকে দুর্গাপুর কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার সংস্পর্শে আসা আরো ৫ জন পরিযায়ী শ্রমিককে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। মোট ১২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

সূত্রের খবর, ৬ জন নির্মাণ শ্রমিক মুম্বাইয়ে কাজে গিয়ে লকডাউনে ফেঁসে যায়। একটি প্রাইভেট কারে বাড়ি ফেরার পথে গত ১৪ মে আসানসোলে এলে তাদের লালারস সংগ্রহ করা হয়। তারপর বাড়িতে কোয়ারেন্টাইনে থাকার নির্দ্দেশ দেওয়া হয়। সেই থেকেই ওই শ্রমিক পূর্বস্থলীর হামিদপুর গ্রামের বাড়িতেই ছিলেন। শুক্রবার তার লালারস পরীক্ষার রিপোর্ট আসে পজিটিভ।

আরও পড়ুনঃ পরিযায়ী শ্রমিকদের নিয়ে ট্রেন ফিরল রায়গঞ্জ স্টেশনে

পূর্ব বর্ধমান জেলার অন্যান স্থানে কোভিড ধরা পড়লেও এই প্রথম কালনা মহকুমায় কোভিড ধরা পড়ল। এলাকায় করোনা ভাইরাস ধরা পড়ায় ব্যাপক আতঙ্কিত এলাকার মানুষ। করোনা ভাইরাস ধরা পড়ায় এলাকা শুনশান। সকলকে লকডাউন মেনে সতর্কতার সঙ্গে চলার কথা বলা হয়েছে পুলিশ ও প্রশাসনের তরফ থেকে।

ওই এলাকার কোন ব্যক্তি যদি কোনরকম অসুস্থ বোধ করেন তাহলে দ্রুত তাকে চিকিৎসার ব্যবস্থা করা এবং খবর দিতে বলা হয়েছে প্রশাসনের তরফে। এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে। স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর এবং তালিকা তৈরি করছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here