নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
ফের বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে বিলুপ্ত প্রায় ব্ল্যাক প্যান্থারের দেখা মিলল। এবার একেবারে জোড়া ব্ল্যাক প্যান্থার এক সঙ্গে দেখতে পেলেন পর্যটকরা।

বন দফতরের গাইড লেখু মাহাতো ১২ জানুয়ারি জয়ন্তির মহাকাল এলাকায় জোড়া ব্ল্যাক প্যান্থার দেখতে পান বলে সূত্রের খবর। কিছু পর্যটকরাও ব্ল্যাক প্যান্থার দেখতে পান। ফরেস্টের গাইড জোড়া ব্ল্যাক প্যান্থারের সেই ছবি মোবাইলে বন্দী করেছেন।
আরও পড়ুনঃ ঘন কুয়াশাবৃত ডায়মন্ড হারবার
জানা গেছে, জয়ন্তি পাহার থেকে ওই প্যান্থার দুটি নিচে নেমে আসছিল। ইতিমধ্যেই এই ঘটনায় বক্সা ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকারিকদের মধ্যে শোরগোল পড়ে যায়। যদিও বক্সা ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, এর আগে একাধিকবার বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ব্ল্যাক প্যান্থার দেখা গেছে।
বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা শুভঙ্কর সেনগুপ্ত বলেন, “বক্সাতে ব্ল্যাক প্যান্থার নতুন কিছু নয়। এর আগেও একাধিকবার এই বনাঞ্চলে ব্ল্যাক প্যান্থার দেখা গেছে। সম্প্রতি দুটো ব্ল্যাক প্যান্থার একসঙ্গে দেখা গেছে ।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584