বিদেশ থেকে জোড়া সোনা জিতে ফিরল মেদিনীপুরের দুই কৃতি

0
70

সুদীপ কুমার খাঁড়া,মেদিনীপুর: বিদেশের মাঠে জোড়া সোনা জিতে ভারতের বিজয় কেতন ওড়ালেন মেদিনীপুরের দুই কৃতি সন্তান। দেশকে গর্বিত করলেন আজমেরী খাতুন ও শান্তনু মন্ডল

স্টেশনে সংবর্ধনা

সম্প্রতি শ্রীলঙ্কায় সাউথ এশিয়া কাপ অনুষ্ঠিত হয়৷ সেখানেই কুংফুর থাউলু এবং পাইক বিভাগে দুটো করে সোনা পেয়েছেন মেদিনীপুরের আজমেরী খাতুন এবং শান্তনু মণ্ডল। রবিবার তাঁরা মেদিনীপুরে ফেরেন৷ মেদিনীপুর স্টেশনে তাঁদের শুভেচ্ছা জানান বন্ধু ও পরিজনেরা৷

ডিসেম্বরের গোড়ায় শ্রীলঙ্কায় সাউথ এশিয়া কাপ কুংফু প্রতিযোগিতা হয়৷ পাঁচটি দেশ থেকে মোট ১৫০ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন৷ সেখানেই দুটি বিভাগে সেরা হন এই দুই কৃতি। আজমেরী খাতুন রাজা নরেন্দ্রলাল খান মহিলা বিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রী৷ বাড়ি শহরের দেওয়ান নগরে৷ অন্যদিকে শান্তনু মন্ডল মেদিনীপুর কলেজের প্রাক্তন ছাত্র৷ বর্তমানে পেশায় গাড়ির চালক৷ বাড়ি চন্দ্রকোনার ক্ষীরপাই ব্লকে৷এই দুই কৃতির সাফল্য গর্বিত গোটা মেদিনীপুরের ক্রীড়াপ্রেমী জনগন।

তাঁদের কোচ তপন কুমার পন্ডিত বলেন, ‘‘আমার দুই ছাত্র ছাত্রী সোনা পেয়েছে৷ এর থেকে খুশির আর কি হতে পারে৷ আগামীদিনে ওরা যাতে আরও সাফল্য পায়, সেজন্য আরও বেশি করে ট্রেনিং দেব৷’’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here