নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
জোড়া খুনের ঘটনায় আতঙ্ক ছড়াল লঙ্কাপাড়া চা বাগানে। ঘটনাটি ঘটে, রবিবার গভীর রাতে আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার অন্তর্গত লঙ্কাপাড়া চা বাগানে।
মৃতদের নাম বরুন লামা(৩৪), ধীরাজ লোহার(২০)। জখম হয়েছেন আরও একজন । তার নাম পরমেশ্বর লামা। তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার মধ্যরাতে বীরপাড়া লংকাপাড়া বাজারের কাছে একটি দোকানে এই ঘটনা ঘটেছে।
আলিপুরদুয়ার জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, মধ্যরাতে দোকানে বসে আলাপ আলোচনা চালাচ্ছিলেন কয়েকজন যুবক। সেই সময় তোলা আদায়ের বখড়া নিয়ে তাদের মধ্যে বচসা বেধে যায়। যার জেরে নিজেদের মধ্যেই গুলি চালাতে থাকে ।
আরও পড়ুনঃ কোচবিহারে রেলের অবৈধ টিকিট বিক্রির অভিযোগে গ্রেফতার ১
সেই গুলিতেই গুলিবিদ্ধ হন তিন জন। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। জখম একজনকে তড়িঘড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি।
আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিতাভ মাইতি বলেন, “ দুই জনের মৃত্যু হয়েছে। জখম একজন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছে। আমরা ঘটনার তদন্ত করছি। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584